কংগ্রেস নেতা খুনের প্রতিবাদে রণক্ষেত্র ব্যান্ডেল
স্বাধীনতা দিবসের সকালেই রণক্ষেত্রের চেহারা নিল হুগলির ব্যান্ডেল মোড়। কংগ্রেস নেতা দিলীপ পাসোয়ানের খুনের ঘটনায় আজ সকালে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে বেধে যায় জনতা-পুলিস খন্ডযুদ্ধ। পুলিসকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ে বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিসের জিপে। ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিস কর্মী। পরে পুলিসের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গণ্ডগোলে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ২৬ জনকে।
স্বাধীনতা দিবসের সকালেই রণক্ষেত্রের চেহারা নিল হুগলির ব্যান্ডেল মোড়। কংগ্রেস নেতা দিলীপ পাসোয়ানের খুনের ঘটনায় আজ সকালে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে বেধে যায় জনতা-পুলিস খন্ডযুদ্ধ। পুলিসকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ে বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিসের জিপে। ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিস কর্মী। পরে পুলিসের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গণ্ডগোলে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ২৬ জনকে।
মঙ্গলবার ব্যান্ডেল গুডস ইয়ার্ডে খুন হন কংগ্রেস নেতা দিলীপ পাসোয়ান। ঘটনার প্রতিবাদে কংগ্রেস সমর্থক ও স্থানীয় বাসিন্দারা বুধবার সকালে ব্যান্ডেল মোড় অবরোধ করে। নিহত দিলীপ পাসোয়ানের ভাইয়ের অভিযোগ পুলিসি নিষ্ক্রিয়তাতেই এলাকায় সমাজবিরোধী উপদ্রব বেড়েছে। তারাই তাঁর দাদাকে খুন করেছে বলে তিনি অভিযোগ করেন। অবরোধ তুলতে লাঠি চালায় পুলিস। পুলিসকে লক্ষ্য করে পাল্টা ইট ছোঁড়ে ক্ষুব্ধ জনতা। সংঘর্ষে জখম হন এক মহিলা ডিএসপি-সহ ১৬ কয়েকজন পুলিস কর্মী। আহত হন কয়েকজন অবরোধকারীও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। এরই মধ্যে পুলিসের একটি জিপে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিস সুপার সহ উচ্চপদস্থ কর্তারা। বিক্ষোভে এলাকার কিছু দুষ্কৃতীর মদত ছিল বলে জানিয়েছেন পুলিস সুপার। অবরোধে শামিল হয়েছিলেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান ঋতু সিং। তিনিও পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন। পুলিসকে আক্রমণের অভিযোগে জেলা কংগ্রেস সভাপতি দিলীপ নাথকে গ্রেফতার করে পুলিস। আটক করা হয় ২৬ জন অবরোধকারীকে। ঘটনার জেরে থমকে যায় এলাকার যান চলাচল। পরে পুলিস কর্তাদের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়।