মাখড়ায় কংগ্রেস প্রতিনিধিদলের সঙ্গে পুলিসের খণ্ডযুদ্ধ

অধীর চৌধুরীর নেতৃত্বে মাখড়ায় পৌছল প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিদল। কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে পুলিসের খণ্ডযুদ্ধ।   বাধা পেয়ে অবস্থানে বসেছেন প্রদেশ সভাপতি। তাঁদের দাবি, অবিলম্বে মাখড়া থেকে তুলে নিতে হবে ১৪৪ ধারা।

Updated By: Nov 1, 2014, 02:32 PM IST
 মাখড়ায় কংগ্রেস প্রতিনিধিদলের সঙ্গে পুলিসের খণ্ডযুদ্ধ

বীরভূম: অধীর চৌধুরীর নেতৃত্বে মাখড়ায় পৌছল প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিদল। কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে পুলিসের খণ্ডযুদ্ধ।   বাধা পেয়ে অবস্থানে বসেছেন প্রদেশ সভাপতি। তাঁদের দাবি, অবিলম্বে মাখড়া থেকে তুলে নিতে হবে ১৪৪ ধারা।

 দোষীদের উপযুক্ত শাস্তির পাশাপাশি তাদের আরও দাবি,  ঘটনায় যুক্ত পুলিস কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।  আজও গোটা এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি। তৈরি করা হয়েছে পুলিসি ব্যারিকেড। নামানো হয়েছে RAF, কমব্যাট ফোর্স। মোতায়েন করা হয়েছে প্রচুর মহিলা পুলিস। মাখড়ার ঘটনায় পুলিসের অযোগ্যতা স্পষ্টভাবে সামনে উঠে এসেছে। এমনকি বিজেপির শ পাঁচেক সমর্থককেও আটকাতে হিমসিম খেতে হয়েছিল বিশাল পুলিসবাহিনীকে। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কার্যত অনেক বেশি সতর্ক পুলিস।
 

.