সত্তর কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার মালদার জেলা শাসক

গ্রেফতার করা হল মালদার জেলা শাসক জি কিরণ কুমারকে। শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটিতে ৭০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে আজ তাঁকে গ্রেফতার করল শিলিগুড়ি কমিশারিয়েট।

Updated By: Nov 30, 2013, 07:17 PM IST

গ্রেফতার করা হল মালদার জেলা শাসক জি কিরণ কুমারকে। শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটিতে ৭০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে আজ তাঁকে গ্রেফতার করল শিলিগুড়ি কমিশারিয়েট।

২০১১ সাল থেকে এসজেডিএর সিইও ছিলেন জি কিরণ কুমার। সেই সময়ই তাঁর বিরুদ্ধে একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। গতকাল প্রায় সাত ঘণ্টা জি কিরণ কুমারকে জেরা করে শিলিগুড়ি পুলিস। আজ সকাল এগারোটা থেকে তাঁকে ফের জেরা শুরু করে পুলিস। নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই এসজেডিএর বেশ কয়েকটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের মুখে এসজেডির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রুদ্রনাথ ভট্টাচার্যকে সরিয়ে দেয় রাজ্য সরকার। শিলিগুড়ির প্রধাননগর থানায় এসজেডির তরফে এফ আই আর দায়ের করা হয়। তদন্তে নেমে এর আগে দুজন ইঞ্জিনিয়র সমেত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিস।

.