কংগ্রেস নেত্রীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ছাত্র পরিষদের

দুর্নীতির অভিযোগে ফের প্রকাশ্যে এল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভার কংগ্রেস চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলেন ছাত্র পরিষদ নেতৃত্ব। ছাত্র পরিষদের অভিযোগ, বেলডাঙা পুরসভার কংগ্রেস চেয়ারম্যান অনুপমা রায় দীর্ঘ দিন ধরে দুর্নীতি ও বেনিয়ম চালিয়ে যাচ্ছেন।

Updated By: Feb 8, 2012, 08:42 PM IST

কংগ্রেস নেত্রীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ছাত্র পরিষদের দুর্নীতির অভিযোগে ফের প্রকাশ্যে এল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভার কংগ্রেস চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলেন ছাত্র পরিষদ নেতৃত্ব।
ছাত্র পরিষদের অভিযোগ, বেলডাঙা পুরসভার কংগ্রেস চেয়ারম্যান অনুপমা রায় দীর্ঘ দিন ধরে দুর্নীতি ও বেনিয়ম চালিয়ে যাচ্ছেন। ঘুষ নিয়ে চাকরি দেওয়া-সহ একাধিক অভিযোগে মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গায় পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টারও দেয় ছাত্র পরিষদ নেতারা। গোটা ঘটনায় ক্ষুব্ধ পুরসভার চেয়ারম্যান অনুপমা রায়-সহ ৭ জন কাউন্সিলর দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে চিঠি দেন জেলা কংগ্রেস নেতৃত্বকে।
বেশ কয়েকমাস ধরেই বেলডাঙা পুরসভার ভাইস চেয়ারম্যান কংগ্রেস নেতা ভরত ঝাউ পুরসভায় যাওয়াই বন্ধ করে দিয়েছেন। অনুপমাদেবীর অভিযোগ, ভাইস চেয়ারম্যান ভরত ঝাউ-এর মদতেই তাঁর বিরুদ্ধে পথে নেমেছে ছাত্র পরিষদ। দলের একাংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ভরতবাবু।
অপরদিকে জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, দুপক্ষের বিবাদ মিটে গিয়েছে। দলের ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের গুজব রটানো হচ্ছে।

.