সিপিআইএম কর্মীকে পিটিয়ে খুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জমি জরিপের কাজে বাধা দেওয়ায় এক সিপিআইএম কর্মীকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির তেইশেরলাট এলাকায়। নিহতের নাম গোপাল মাকাল। গোটা ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে।

Updated By: Feb 24, 2013, 04:11 PM IST

জমি জরিপের কাজে বাধা দেওয়ায় এক সিপিআইএম কর্মীকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির তেইশেরলাট এলাকায়। নিহতের নাম গোপাল মাকাল। গোটা ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে।
শনিবার সকালে বাড়ির সামনের জমিতে কাজ করছিলেন স্থানীয় সিপিআইএম কর্মী গোপাল মাকাল। বেলা বারোটা নাগাদ হঠাত্ই জমি জরিপের অজুহাতে, জন্য কিছু লোক সেখানে উপস্থিত হয়। এরপর জমি জরিপে বাধা দেওয়ায় হঠাতই তারা হামলা চালায় গোপাল মাকালের ওপর। লাঠির ঘায়ে গুরুতর আহত হন গোপাল মাকাল। গোপালবাবুকে রায়দিঘি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মথুরাপুর দুই নম্বর পঞ্চায়েতের সহ সভাপতি বিনোদ সর্দারের নেতৃত্বেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ।
যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
গোপাল মাকালের পরিবারে তরফে রায়দিঘি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

.