রানিগঞ্জে আক্রান্ত সিপিআইএম কর্মী

বাড়ি ফেরার পথে রানিগঞ্জের জেকে নগর এলাকায় আক্রান্ত হলেন এক সিপিআইএম কর্মী। রবিবার রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন জেকে নগর চার নম্বর লোকাল কমিটির সদস্য পূর্ণদাস ব্যানার্জি। অভিযোগ, সে সময় তাঁর ওপর চড়াও হয় দশ-বারোজনের একটি দুষ্কৃতী দল। লাঠি এবং রড দিয়ে তাঁকে আঘাত করা হয় বলে অভিযোগ। এরপর দুষ্কৃতীরা পালিয়ে গেলে বাসিন্দারাই স্থানীয় নিমচা পুলিস ফাঁড়িতে খবর দেন। পুলিস গিয়ে আহত সিপিআইএম কর্মীকে উদ্ধার করে নিয়ে যায় রানিগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই ওই সিপিআইএম কর্মীর চিকিত্সা চলছে। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

Updated By: Sep 17, 2012, 02:56 PM IST

মদের আসরে বচসার জেরে খুন হলেন এক ব্যক্তি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের বার্নপুরের নরসিংবাঁধ এলাকায়। নিহতের নাম সনাতন দাস। মদের আসরে বচসার মধ্যেই তাঁর বুকে গুলি চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় তাকে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা সনাতন দাসকে মৃত ঘোষণা করেন। বাসিন্দারা অভিযোগ করেছেন, এই এলাকায় বেআইনি মদের কারবারের রমরমা।
কয়েকটি জুয়ার চক্রও চলে বলে অভিযোগ। সবকিছু জানা সত্বেও এ ব্যাপারে প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। রবিবার রাতে সনাতন দাসের খুনের পর নড়েচড়ে বসেছে পুলিস। হীরাপুর থানার পুলিস বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।    

.