মধ্যমগ্রামে আক্রান্ত দুই সিপিআইএম নেতা
মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে দেখতে যান বামপন্থী মহিলা সংগঠনের জেলা সম্পাদক আত্রেয়ী গুহ। সঙ্গে ছিলেন সিপিআইএমের জোনাল কমিটির সম্পাদক অলোক সাহা সহ আরও কয়েকজন।
মধ্যমগ্রামের বাদামতলা কৃষ্ণপল্লী এলাকায় আহত দলেরই এক সমর্থককে দেখতে গিয়ে আক্রান্ত হন দুই সিপিআইএম নেতা। এগারোই মে বাদামতলায় তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন সিপিআইএম কর্মী তুলসী হালদার। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে দেখতে যান বামপন্থী মহিলা সংগঠনের জেলা সম্পাদক আত্রেয়ী গুহ। সঙ্গে ছিলেন সিপিআইএমের জোনাল কমিটির সম্পাদক অলোক সাহা সহ আরও কয়েকজন।
অভিযোগ, তুলসী হালদারের বাড়ি থেকে বেরনোর মুখে তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের কয়েকজন কর্মী। চলে মারধর। সেই অবস্থায় অলোক সাহা পালাতে পারলেও আত্রেয়ী গুহ পালাতে পারেননি। তাঁকে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ আত্রেয়ী দেবীর। পরে পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে। মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিতসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে রাতে সোদপুরের কাছে বাদামতলার কৃষ্ণপল্লিতে পথ অবরোধ করেন সিপিআইএম কর্মী সমর্থকরা।