ক্রিকেটম্যাচে খণ্ডযুদ্ধ: উত্তপ্ত নোয়াপাড়া

সামান্য একটা ক্যাচ। আর তা ধরা নিয়েই ক্রিকেট ম্যাচ কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিল। ঘটনাস্থল নোয়াপাড়ার ইছাপুর।

Updated By: Feb 5, 2012, 11:24 PM IST

সামান্য একটা ক্যাচ। আর তা ধরা নিয়েই ক্রিকেট ম্যাচ কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিল। ঘটনাস্থল নোয়াপাড়ার ইছাপুর। রবিবার স্থানীয় লেনিন নগরের মাঠে একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হয়। খেলা ছিল গারুলিয়া নাইট রাইডার্স এবং বার্বাডোজ নামের দুটি দলের মধ্যে। প্রথমে ব্যাট করে বার্বাডোজ ২০ ওভারে ২১৯ রান করে। গারুলিয়া নাইট রাইডার্স ব্যাট করতে নামার পর ৫ ওভারের মাথায় একটি ক্যাচ নিয়ে গণ্ডগোল শুরু হয়। দুপক্ষের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অনেকে আম্পায়ারকে মারতে ছুটে যান তাঁরা। মাঠে নেমে পরিস্থিতি সামলায় পুলিস। গণ্ডগোলের জেরে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। খেলা শেষ হতে যখন ৩ বল বাকি, তখন মাঠে আলো কম থাকা নিয়ে দুদলের মধ্যে নতুন করে গণ্ডগোল শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা চরম আকার নেয়। পুলিসের সামনেই হাতে লাঠি নিয়ে একে অপরকে মারতে শুরু করে দেন সমর্থকরা। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী পাঠানো হয়। ব্যারাকপুরের অতিরিক্ত ডেপুটি পুলিস কমিশনারও মাঠে যান। ব্যারাকপুরের এসিপিও অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। র‌্যাফও নামানো হয়। লেনিননগর মাঠ এলাকায় কিছুক্ষণের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। পরে কয়েকজন সমর্থক নোয়াপাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। অশান্তি এড়াতে এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে। গণ্ডগোলের জেরে এখনও থমথমে ইছাপুরের লেনিননগর।

.