ধান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ, কৃষক বিক্ষোভ ভরতপুরে
কৃষক বিক্ষোভের জেরে মুর্শিদাবাদের ভরতপুরে বন্ধ হল ধান কেনা। কৃষকদের দাবি, ধান কেনা নিয়ে চলছে দুর্নীতি। চলছে রাজনীতি। এঘটনা ভরতপুরের দু নম্বর ব্লকের সালার কৃষক বাজারের।
![ধান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ, কৃষক বিক্ষোভ ভরতপুরে ধান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ, কৃষক বিক্ষোভ ভরতপুরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/05/75159-padddyyyy.jpg)
ওয়েব ডেস্ক : কৃষক বিক্ষোভের জেরে মুর্শিদাবাদের ভরতপুরে বন্ধ হল ধান কেনা। কৃষকদের দাবি, ধান কেনা নিয়ে চলছে দুর্নীতি। চলছে রাজনীতি। এঘটনা ভরতপুরের দু নম্বর ব্লকের সালার কৃষক বাজারের।
অভিযোগ,ধান কেনায় দেখা হচ্ছে রাজনীতির রঙ। শাসক দলের সমর্থক যাঁরা, এমন কৃষকদের কাছ থেকেই ধান কেনা হচ্ছে। বাকিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। ধান কেনায় নিয়মমাফিক পদ্ধতির ধার ধারছেন না কেউ। কোনও নোটিস না দিয়ে আজ হঠাত্ ফুড সাপ্লাইয়ের অফিসাররা ধান কিনতে এলে, ক্ষুব্ধ কৃষকরা বিক্ষোভ শুরু করেন। ঘেরাও করে রাখা হয় অফিসারদের।
আরও পড়ুন, সুদীপ ব্যানার্জির গ্রেফতারির প্রতিবাদে আজও বিক্ষোভ আন্দোলন উত্তর থেকে দক্ষিণে