'গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন নয়', রাজ্য বিজেপিতে রুপার পর এবার সংঘাতে রাহুল-আলুওয়ালিয়া
ওয়েব ডেস্ক: গোর্খারা কবে বলতে পারবেন তাঁরা গোর্খাল্যান্ডের লোক? ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে ফের গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করেলন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া। দলের বর্ষীয়ান নেতার এই দাবি একেবারেই মেনে নেবে না রাজ্য বিজেপি, এমনই ইঙ্গিত দিল বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। "পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে কখনই সমর্থন করা যায় না বিজেপি" মন্তব্য রাহুল সিনহার।
বাংলার এই বিজেপি সাংসদ আলুওয়ালিয়ার মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরাও। "নির্বাচনের কথা মাথায় রেখেই এধরণের মন্তব্য করেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া। পৃথক গোর্খাল্যান্ডের দাবি কখনই সমর্থনযোগ্য নয়," মন্তব্য অশোক ভট্টাচার্যের। স্বাধীনতা দিবসের দিন ফের গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করায় এসএস আলুওয়ালিয়ার কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র।