হলদিয়ায় অপহৃত কংগ্রেস প্রার্থীর স্বামী, ব্যারাকপুরে আক্রান্ত তৃণমূলী উপ-প্রধান
পুরভোটকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার হলদিয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মিঠু সেনের স্বামী প্রণব সেনকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রণব সেন কোলাঘাট তাপবিদ্যুত কেন্দ্রের শ্রমিক। সকালে কাজে যাওয়ার সময় তিনি অপহৃত হন।
পুরভোটকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার হলদিয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মিঠু সেনের স্বামী প্রণব সেনকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রণব সেন কোলাঘাট তাপবিদ্যুত কেন্দ্রের শ্রমিক। সকালে কাজে যাওয়ার সময় তিনি অপহৃত হন।
অভিযোগ, গত কয়েকদিন ধরে স্ত্রীর প্রার্থীপদ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছিল প্রণববাবুকে। তাঁকে তমলুক থানার কাকটিয়ায় তৃণমূলের দলীয় দফতরে ঘণ্টা দেড়েক আটকে রাখা হয় বলে অভিযোগ। তার পর মিঠু সেন হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভার ভাইস চেয়ারম্যানের গাড়িত ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে।
এই ঘটনার পাশাপাশি, তৃণমূল পরিচালিত উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সঞ্জীব সিংকে হত্যার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার রাতে মনিরামপুর এলাকায় তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। অল্পের জন্য তিনি রক্ষা পেলেও গুরুতর আহত হয়েছেন তাঁর ভাই এবং স্থানীয় এক ব্যবসায়ী। সঞ্জীব সিংয়ের ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁর চিকিত্সা চলছে বিএন বোস হাসপাতালে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে নতুনবাজারের একটি পুকুর থেকে এক ব্যাগ বোমা উদ্ধার করেছে পুলিস। এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে।
হলদিয়ার ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, "এভাবে চললে পুরভোট অবাধ ও শান্তপূর্ণ হবে কি না সেব্যাপারে সন্দেহ আছে।" শুক্রবার তারাপদ মণ্ডল নামে এক কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। যদিও পরে তিনি ফিরে আসেন। এরপর নির্বাচন কমিশনের কাছে লিখিত ভাবে অভিযোগ জানানো কংগ্রেসের তরফে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআইএম সহ রাজ্যের বিরোধী দলগুলি।