হলদিয়ায় বাম কাউন্সিলরদের হেনস্থা

হলদিয়া পুরসভায় বোর্ড মিটিংয়ে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হলেন বাম কাউন্সিলররা। পুরসভায় তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয়। একজন বাম কাউন্সিলরকে মারধরের অভিযোগও উঠেছে। মিটিং বানচাল করার জন্যই এই ঘটনা বলে অভিযোগ জানিয়েছেন হলদিয়া পুরসভার চেয়ারপার্সন তমালিকা পন্ডা শেঠ।

Updated By: Dec 26, 2012, 01:54 PM IST

হলদিয়া পুরসভায় বোর্ড মিটিংয়ে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হলেন বাম কাউন্সিলররা। পুরসভায় তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয়। একজন বাম কাউন্সিলরকে মারধরের অভিযোগও উঠেছে। মিটিং বানচাল করার জন্যই এই ঘটনা বলে অভিযোগ জানিয়েছেন হলদিয়া পুরসভার চেয়ারপার্সন তমালিকা পন্ডা শেঠ।
গতবারের পুরসভার বোর্ড মিটিংয়েও তৃণমূল কংগ্রেস ঝামেলা করেছিল বলে অভিযোগ জানিয়েছেন তিনি । এবারের মিটিংয়েও  ঝামেলা হতে পারে এই আশঙ্কায় গতকাল প্রশাসনকেও গোটা বিষয়টি জানানো হয়েছিল বলে জানিয়েছেন তমালিকা পন্ডা শেঠ। এরপরেও পুলিসের তরফে কোনও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ বাম কাউন্সিলরদের।
ঘটনার প্রতিবাদে পুরসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।

.