৬ মাসের মধ্যে চালু হচ্ছে বর্ধমান স্টেশন লাগোয়া ৪ লেনের ঝুলন্ত সেতু

৬ মাসের মধ্যেই বর্ধমান স্টেশন লাগোয়া ৪ লেনের ঝুলন্ত সেতুটি চালু হচ্ছে। এই ঝুলন্ত সেতু দিয়েই বর্ধমান শহরের সঙ্গে কালনা, কাটোয়া, মুর্শিদাবাদের যোগাযোগ আরও দ্রুত হয়ে উঠবে।

Updated By: May 30, 2016, 03:39 PM IST
৬ মাসের মধ্যে চালু হচ্ছে বর্ধমান স্টেশন লাগোয়া ৪ লেনের ঝুলন্ত সেতু

ওয়েব ডেস্ক: ৬ মাসের মধ্যেই বর্ধমান স্টেশন লাগোয়া ৪ লেনের ঝুলন্ত সেতুটি চালু হচ্ছে। এই ঝুলন্ত সেতু দিয়েই বর্ধমান শহরের সঙ্গে কালনা, কাটোয়া, মুর্শিদাবাদের যোগাযোগ আরও দ্রুত হয়ে উঠবে।

এক নজরে শহর বর্ধমানকে চেনাতে হলে কার্জন গেটের জুড়ি নেই। যেমন কলকাতার ক্ষেত্রে হাওড়া ব্রিজ, মুম্বইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস। কিন্তু বর্ধমানের ক্ষেত্রে এবার হয়তো বদল হতে চলেছে। কারণ, একটি ঝুলন্ত সেতু। বর্ধমান স্টেশন লাগোয়া এই সেতু। ভারতীয় রেলের ইতিহাসে রেল লাইনের ওপর এত দীর্ঘ ঝুলন্ত সেতু আগে আর হয়নি। ৪ লেনের এই সেতুটি প্রায় ১৮৯ মিটার লম্বা। খরচ হয়েছে ১১০ কোটি টাকা। সেতুর কাজ শেষ, শুরু হয়েছে অ্যাপ্রোচ রোড তৈরির কাজ।

মাস ছয়েকের মধ্যে জনসাধারণের জন্য সেতুটি খুলে দেওয়া হবে। মুম্বইয়ের বান্দ্রা ওরলি সি লিঙ্কে এই ধরণের একটি ঝুলন্ত সেতু থাকলেও বর্ধমানের তূলনায় তা অনেক ছোট। বর্ধমানের এই সেতুটি নির্মাণ করছে রেল বিকাশ নিগম লিমিটেড।

.