উচ্চমাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষাতেই বিভ্রাট

উচ্চমাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষাতেই বিভ্রাট। অভিযোগ, এদিন গার্ডেনরিচের নুট বিহারী গার্লস স্কুলে রেগুলার পরীক্ষার্থীদের দেওয়া হয় সিসি পরীক্ষার প্রশ্ন। আর নুট বিহারী বয়েজ স্কুলে সিসি পরীক্ষার্থীদের দেওয়া হয় রেগুলার পরীক্ষার প্রশ্ন। সিসি পরীক্ষার প্রশ্ন একশ নম্বরের।

Updated By: Feb 15, 2016, 09:43 PM IST
 উচ্চমাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষাতেই বিভ্রাট

ওয়েব ডেস্ক : উচ্চমাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষাতেই বিভ্রাট। অভিযোগ, এদিন গার্ডেনরিচের নুট বিহারী গার্লস স্কুলে রেগুলার পরীক্ষার্থীদের দেওয়া হয় সিসি পরীক্ষার প্রশ্ন। আর নুট বিহারী বয়েজ স্কুলে সিসি পরীক্ষার্থীদের দেওয়া হয় রেগুলার পরীক্ষার প্রশ্ন। সিসি পরীক্ষার প্রশ্ন একশ নম্বরের।

রেগুলার পরীক্ষার প্রশ্ন হয় আশি নম্বরের। ফলে  রেগুলার পরীক্ষার্থীদের দিতে হয়েছে বেশি নম্বরের পরীক্ষা আর সিসি পরীক্ষার্থীদের দিতে হয়েছে কম নম্বরের প্রশ্নপত্রের পরীক্ষা। অভিযোগ,প্রশ্ন পেয়ে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকদের জানিয়েও কোনও লাভ হয়নি।  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, এবিষয়ে তাদের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি।  

 

.