ইসলামপুর কলেজের অধ্যক্ষ ঘেরাও
সময়মতো পরীক্ষার ফর্ম পূরণ না হওয়ায় প্রায় ১০ ঘণ্টা ইসলামপুর কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে রাখলেন হাজার খানেক ছাত্রছাত্রী। অবশেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে রাত ন`টা নাগাদ ঘেরাও ওঠে। তারপরই অধ্যাপক, অশিক্ষক কর্মী, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হন কলেজের অধ্যক্ষ।
সময়মতো পরীক্ষার ফর্ম পূরণ না হওয়ায় প্রায় ১০ ঘণ্টা ইসলামপুর কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে রাখলেন হাজার খানেক ছাত্রছাত্রী। অবশেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে রাত ন`টা নাগাদ ঘেরাও ওঠে। তারপরই অধ্যাপক, অশিক্ষক কর্মী, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হন কলেজের অধ্যক্ষ।
সোমবার সকাল ১১টা থেকে অধ্যক্ষ উতথ্য বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা। ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের অভিযোগ, অধ্যক্ষের গাফিলতিতেই সময়মতো তাঁদের পরীক্ষার ফর্ম পূরণ করা সম্ভব হয়নি। ফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ওই ছাত্রছাত্রীরা বছর নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। ফর্ম পূরণের সময় পেরিয়ে যাওয়ায় ইসলামপুর কলেজের পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ও জানিয়ে দেয়, আর নতুন করে ফর্ম পূরণ করা যাবে না।
সোমবার কলেজের উত্তপ্ত পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। পৌঁছন ম্যাজিস্ট্রেটও। তবুও ছাত্রছাত্রীদের ঘেরাও থেকে বিরত করা সম্ভব হয়নি।
অধ্যাপক, অশিক্ষক কর্মী, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন অধ্যক্ষ। আপাতত সেই আলোচনার দিকেই তাকিয়ে রয়েছেন ছাত্রছাত্রীরা।