কৃষি সংকটে পদ্ধতিগত ত্রুটিকে দুষলেন জয়রাম রমেশ

তিনদিনের সফর শেষে রাজ্য সরকারের সমালোচনা করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। একাধিক কেন্দ্রীয় প্রকল্পে আশানুরূপ অগ্রগতি হয়নি বলে বুধবার এক সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছেন তিনি। প্রকল্প রূপায়নের জন্য কেন্দ্রের কাছ থেকে রাজ্যের টাকা না-পাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁর বক্তব্য,  টাকা কোনও সমস্যা হবে না। 

Updated By: Jan 25, 2012, 11:07 PM IST

তিনদিনের সফর শেষে রাজ্য সরকারের সমালোচনা করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। একাধিক কেন্দ্রীয় প্রকল্পে আশানুরূপ অগ্রগতি হয়নি বলে বুধবার এক সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছেন তিনি। প্রকল্প রূপায়নের জন্য কেন্দ্রের কাছ থেকে রাজ্যের টাকা না-পাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁর বক্তব্য,  টাকা কোনও সমস্যা হবে না। 
দিনকয়েক আগে রাজ্য সফরে এসে তৃণমূল নেত্রীকে জোট নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ। এবার সরকারের কাজের সমালোচনায় সরব হলেন তিনি। জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতো একাধিক প্রকল্পে কাজের অগ্রগতি আশানুরূপ নয় বলেই স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী।
কৃষকদের ধানের সহায়ক মূল্য না পাওয়া ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী দূষেছেন রাজ্যের ধান সংগ্রহের প্রক্রিয়াকেই। তাঁর পরামর্শ এজন্য সমবায়গুলিকে ব্যবহার করুক রাজ্য সরকার। পঞ্চায়েতের রাজনীতিকরণের ফলে কাজ হচ্ছে না বলে অভিযোগ করে রাজ্যে বার্দ্ধক্য ভাতা  অনিয়মিত বলে তোপ দেগেছেন জয়রাম রমেশ। তবে গ্রামোন্নয়নের কাজে টাকা সমস্যা হবে না বলেই ফের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
ক্ষমতায় আসার ৮ মাসের মধ্যে রাজ্যের কাজের খতিয়ান নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর রিপোর্ট কার্ড কতটা স্বস্তি দেবে রাজ্য প্রশাসনকে, তানিয়েই এখন জল্পনা।
 

.