জনসমুদ্রের মাঝেই বেলুড় মঠ হল কুমারী পুজো

প্রথা মেনে অষ্টমীর সকালে কুমারী পুজো হল বেলুড় মঠে। সকাল নটা নাগাদ সাড়ে চার বছরের এক শিশুকন্যাকে লালবস্ত্র পড়িয়ে লালপদ্ম পুজো করা হয়। কুমারী পুজো উপলক্ষ্যে বেলুড় মঠে লক্ষাধিক মানুষ সমাগম হয়েছিল।

Updated By: Oct 12, 2013, 03:12 PM IST

প্রথা মেনে অষ্টমীর সকালে কুমারী পুজো হল বেলুড় মঠে। সকাল নটা নাগাদ সাড়ে চার বছরের এক শিশুকন্যাকে লালবস্ত্র পড়িয়ে লালপদ্ম পুজো করা হয়। কুমারী পুজো উপলক্ষ্যে বেলুড় মঠে লক্ষাধিক মানুষ সমাগম হয়েছিল।
এদিনের কুমারী পূজায় উপস্থিত ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণনও। রথা অনুযায়ী কুমারীকে দেবী দূর্গা রূপে পুজো করা হয়ে এখানে। পাঁচ থেকে আট বছরের কুমারীকেই পুজো করা হয় বেলুড় মঠে। ১৯০১ সালে বেলুড় মঠে কুমারী পুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। আজও সেই রীতি মেনে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। কুমারী পুজো উপলক্ষ্যে আজ সকাল থেকেই বেলুড় মঠে ভক্তসমাগম শুরু হয়।

.