সব জিতেই সন্ত্রাস অভিযোগ খুঁচিয়ে দিল তৃণমূল

বিধানসভা ভোটের আগে শেষ বড় লড়াইয়ে ৩ পুরসভাই দখল নিল তৃণমূল কংগ্রেস। বিধাননগরে ছক্কা হাঁকিয়ে ৪১-র মধ্যে ৩৭। আসানসোলে দু অঙ্কে পৌছতে পারেনি বিজেপি। বালিতে খাতাই খুলতে পারেনি বিরোধীরা।

Updated By: Oct 10, 2015, 06:54 PM IST
সব জিতেই সন্ত্রাস অভিযোগ খুঁচিয়ে দিল তৃণমূল
ছবি-তৃণমূলের টুইটার থেকে।

ওয়েব ডেস্ক: বিধানসভা ভোটের আগে শেষ বড় লড়াইয়ে ৩ পুরসভাই দখল নিল তৃণমূল কংগ্রেস। বিধাননগরে ছক্কা হাঁকিয়ে ৪১-র মধ্যে ৩৭। আসানসোলে দু অঙ্কে পৌছতে পারেনি বিজেপি। বালিতে খাতাই খুলতে পারেনি বিরোধীরা।

প্রত্যাশিত মতোই ৩ পুরসভার দখল নিল শাসক শিবির। সল্টলেকে প্রাপ্ত ভোট তৃণমূল ৬২%, বাম ২০ %। আসানসোলে- তৃণমূল- ৪৭ %, বাম- ২৩ %, বিজেপি- ১৮ %, কংগ্রেস- ৭ %। বালিতে তৃণমূল- ৭৬ %, বাম ১৩.৬ %, কংগ্রেস- ৬.৪ %, বিজেপি- ২%।

 বিরোধীদের ৩ গোল

বিধাননগরের পুরফল
মোট আসন ৪১
তৃণমূল- ৩৭     বাম-   ২   কংগ্রেস- ২   বিজেপি- ০  অন্যান্য - ০

বালির পুরফল
মোট আসন ১৬
তৃণমূল    বাম   কংগ্রেস বিজেপি  অন্যান্য   
১৬         ০        ০       ০         ০

আসানসোল পুরফল
মোট আসন ১০৬
তৃণমূল    বাম   কংগ্রেস  বিজেপি অন্যান্য   
৭৪        ১৭      ৩          ৮       ৪

 

জয় এল। কিন্তু, বিতর্ক পিছু ছাড়ল না শাসকদলের।

ভোটের দিন সল্টলেকের ছবিটা ছিল এমনই। তারপর একের পর এক পট পরিবর্তন। নির্বাচন কমিশনারের পদত্যাগ। নটি বুথে ফের ভোট। শেষ পর্যন্ত জয়ের হাসি শাসক দলেরই।হেভিওয়েট সব্যসাচী দত্ত, কৃষ্ণা চক্রবর্তী, তাপস চ্যাটার্জিরা জিতলেন অনায়াসে। হার মানলেন অসীম দাশগুপ্ত,রমলা চক্রবর্তীরা। ভোটের চমক কংগ্রেস প্রার্থী দেবরাজ চক্রবর্তীর জয়। কিন্তু, সবুজ আবিরের মধ্যে খচখচ করছে বেশকিছু কাঁটা। যেকটি বুথে পুনর্নির্বাচন হয়েছে সেখানে ডাহা ফেল তৃণমূল প্রার্থীরা। বিরোধীদের প্রশ্ন, জনসমর্থনের ভিত  পাকাপোক্ত হলে, কেন ভোটের দিন বহিরাগতরা দাপিয়ে বেড়াল বিধাননগর জুড়ে? নিশানা করতে হল মিডিয়াকেও?

 নজরে বালি

একসময়ের শক্ত বাম ঘাঁটি বালি , বিধানসভা ভোট থেকেই তৃণমূলের দখলে। লোকসভার পর এবার পুরভোটেও অব্যাহত ঘাসফুল ঝড়। চল্লিশ বছর পর বালি পুরসভার রং বদল। যদিও,ভোটের দিন সকাল থেকে ক্যামেরাবন্দি হয়  ছাপ্পা ভোটের ছবি। বিরোধীদের অভিযোগও ছিল বিস্তর। রেজাল্ট বেরোতে দেখা গেল তৃণমূলের পক্ষে ভোট পড়েছে ৭৬ শতাংশ। খুঁজে পাওয়া যায়নি বিরোধী ভোট।
নজরে আসানসোল
লোকসভার পর আসানসোল ছিল বিজেপির প্রেস্টিজ ফাইট। প্রথম দিন থেকে ঘাঁটি গেড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।  পদ্ম শিবিরের সব হেভিওয়েটকেই দেখা গিয়েছিল আসানসোলের রাস্তায়। তবুও, আসানসোলে কার্যত দাঁত ফোটাতেই পারল না বিজেপি। আসানসোলের পুরবোর্ড দখলে রাখল তৃণমূল শিবির।

বিরোধীদের ৩ গোল

ম্যাচ শেষে স্কোর লাইন  ৩-০।  জয়ী  তৃণমূল কংগ্রেস। কিম্তু, গোটা ম্যাচ জুড়ে লালকার্ডের ছড়াছড়ি। ফাইনালে নামার আগে গা জোয়ারি রাজনীতির অভিযোগ খানিকটা চিন্তায় রাখল  তৃণমূল কংগ্রেসকে।

 

.