গুড়াপকাণ্ডে ধর্ষণকারীকে যাবজ্জীবনের সাজা

চব্বিশ ঘণ্টার খবরের জের। শাস্তি পেল গুড়াপ হোমকাণ্ডের অপরাধী। গুড়াপ হোমে সংক্রান্ত একটি মামলায় আজ রায় দিয়েছে চুঁচুঁড়া আদালত। এক আবাসিককে ধর্ষণে দোষী সাব্যস্ত শ্যামল ঘোষের যাবজ্জীবনের নির্দেশ দিয়েছেন বিচারক মানস বোস। বৃহস্পতিবারই এই মামলায় শ্যামলকে দোষী সাব্যস্ত করেন তিনি। যাবজ্জীবনের পাশপাশি, শ্যামলকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

Updated By: Aug 31, 2014, 09:28 AM IST
গুড়াপকাণ্ডে ধর্ষণকারীকে যাবজ্জীবনের সাজা

চুঁচুড়া: চব্বিশ ঘণ্টার খবরের জের। শাস্তি পেল গুড়াপ হোমকাণ্ডের অপরাধী। গুড়াপ হোমে সংক্রান্ত একটি মামলায় আজ রায় দিয়েছে চুঁচুঁড়া আদালত। এক আবাসিককে ধর্ষণে দোষী সাব্যস্ত শ্যামল ঘোষের যাবজ্জীবনের নির্দেশ দিয়েছেন বিচারক মানস বোস। বৃহস্পতিবারই এই মামলায় শ্যামলকে দোষী সাব্যস্ত করেন তিনি। যাবজ্জীবনের পাশপাশি, শ্যামলকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

যা অনাদায়ে আরও ছমাস হাজতবাস করতে হবে তাঁকে। দুহাজার বারোয় চব্বিশ ঘণ্টার অন্তর্তদন্তেই প্রথম সামনে আসে গুড়াপের হোমে পৈশাচিক কার্যকলাপের খবর। গুড়িয়া নামে এক মানসিক ভারসাম্যহীন আবাসিককে ধর্ষণ ও খুন করে পুঁতে রাখার খবর ফাঁস করে চব্বিশ ঘণ্টা। তার থেকেই একে একে সামনে আসে অন্যান্য আবাসিকদের ওপর পৈশাচিক অত্যাচারের ঘটনা।   .

 

.