কথা রাখলেন না মুখ্যমন্ত্রী

প্রতিশ্রুতি দিয়েছিলেন কামদুনিকাণ্ডের পনেরো দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। ২৪ ঘণ্টা আগেই শেষ হয়েছে সেই সময়সীমা। দেওয়া হয়নি চার্জশিট। আজ মিনাখাঁর জনসভায় একবারের জন্যও চার্জশিট প্রসঙ্গ তুললেন না মুখ্যমন্ত্রী।

Updated By: Jun 23, 2013, 10:50 PM IST

প্রতিশ্রুতি দিয়েছিলেন কামদুনিকাণ্ডের পনেরো দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। ২৪ ঘণ্টা আগেই শেষ হয়েছে সেই সময়সীমা। দেওয়া হয়নি চার্জশিট। আজ মিনাখাঁর জনসভায় একবারের জন্যও চার্জশিট প্রসঙ্গ তুললেন না মুখ্যমন্ত্রী।
কলেজছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার ১০ দিন পর কামদুনির ক্ষতে প্রলেপ লাগাতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামদুনিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, নৃশংস ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। শনিবারই শেষ হয়েছে পনেরো দিনের সময়সীমা। দেওয়া হয়নি চার্জশিট। ক্ষোভে ফুঁসছে কামদুনি।
 
কামদুনির ক্ষোভের কথা অজানা নয় মুখ্যমন্ত্রীর। তবুও, রবিবার মিনাখাঁর জনসভায় এক ঘণ্টার বক্তৃতায় একবারও চার্জশিট প্রসঙ্গ তুললেন না মুখ্যমন্ত্রী। চার্জশিট দেওয়া যায়নি এখনও। অথচ মুখ্যমন্ত্রী রবিবারও দাবি করেছেন, একমাসের মধ্যে দোষীদের মৃত্যুদণ্ড চাইবে তাঁর সরকার। প্রতীক্ষার প্রহর গুনছে কামদুনি।

.