ধৃত মাওবাদীর পুলিস হেফাজত
পুরুলিয়ার বলরামপুর থেকে ধৃত মাওবাদী স্কোয়াড সদস্য নিবারণ রাজোয়ারকে দুদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার রাতে বলরামপুরের তিলাই গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে পুলিস। দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিলেন এই মাওবাদী স্কোয়াড সদস্য।
পুরুলিয়ার বলরামপুর থেকে ধৃত মাওবাদী স্কোয়াড সদস্য নিবারণ রাজোয়ারকে দুদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার রাতে বলরামপুরের তিলাই গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে পুলিস। দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিলেন এই মাওবাদী স্কোয়াড সদস্য। নিবারণ রাজোয়ার প্রথমে মাওবাদীদের লিঙ্কম্যান হিসাবেও কাজ করতেন বলে জানা গেছে। বাগবিন্দায় ৭ ফরোয়ার্ড ব্লক কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন নিবারণ রাজোয়ার। ২০১০ সালের অক্টোবর মাসে তিলাই গ্রামে দুই সিপিআইএম নেতা খুনের ঘটনাতেও নিবারণ রাজোয়ার অভিযুক্ত ছিল বলে পুলিস সূত্রে খবর।