পেট্রাপোল-বেনাপোল সীমান্ত ছাড়িয়ে আজ পুরোটাই বাংলা
বনগাঁর পেট্রোপল সীমান্তে সমারোহে পালিত হল ভাষা শহীদ দিবস। বাংলাদেশের এক প্রতিনিধি দল শহীদ দিবস উপলক্ষ্যে আজ পেট্রোপল সীমান্ত পেরিয়ে বনগাঁ আসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অনুষ্ঠান হয় বসিরহাট সীমান্তেও।
বনগাঁ : বনগাঁর পেট্রোপল সীমান্তে সমারোহে পালিত হল ভাষা শহীদ দিবস। বাংলাদেশের এক প্রতিনিধি দল শহীদ দিবস উপলক্ষ্যে আজ পেট্রোপল সীমান্ত পেরিয়ে বনগাঁ আসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অনুষ্ঠান হয় বসিরহাট সীমান্তেও।
তখন ভাগ হয়নি। সবুজ ধানখেতে আড়াআড়ি করে পড়েনি কাঁটাতারের বেড়া। ভাগ হয়নি ইছামতি। পুরোটাই যশোর জেলা। তারপর দিন বদলেছে অনেক। বদলেছে অনেক কিছুই। কিন্তু আজ যেন সেই পুরানো দিন। আজ সব একাক্কার। আজ ভাষা দিবস। পেট্রাপোল-বেনাপোল সীমান্ত ছাড়িয়ে আজ পুরোটাই বাংলা। একটা ভাষা-একটা মন-একটাই পরিচয় বাঙালি। দুই দেশেই আজ সীমান্ত পেরিয়েছে। উত্সব হয়েছে দুই দেশে।