মুখ্যমন্ত্রীর জনসভায় বন্ধ হল মাইক, অন্তর্ঘাতের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

মুখ্যমন্ত্রীর প্রথম মুর্শিদাবাদ সফর। বহরমপুরে তাঁর প্রথম জনসভায় প্রশাসনের চূড়ান্ত ব্যার্থতার নজির সৃষ্টি হল। মুখ্যমন্ত্রী সভায় বক্তব্য শুরু করার ১০ মিনিটের মধ্যেই যান্ত্রিক গোলযোগে মাইক বন্ধ হয়ে যায়। ভেঙে পড়ে ব্যারিকেড। যার জেরে জনপ্লাবন মুখ্যমন্ত্রীর সভা মঞ্চের একেবারে সামনে এসে দাঁড়ায়।

Updated By: Aug 29, 2012, 06:53 PM IST

মুখ্যমন্ত্রীর প্রথম মুর্শিদাবাদ সফর। বহরমপুরে তাঁর প্রথম জনসভায় প্রশাসনের চূড়ান্ত ব্যার্থতার নজির সৃষ্টি হল। মুখ্যমন্ত্রী সভায় বক্তব্য শুরু করার ১০ মিনিটের মধ্যেই যান্ত্রিক গোলযোগে মাইক বন্ধ হয়ে যায়। ভেঙে পড়ে ব্যারিকেড। যার জেরে জনপ্লাবন মুখ্যমন্ত্রীর সভা মঞ্চের একেবারে সামনে এসে দাঁড়ায়। সভাস্থলে যখন চরম বিশৃঙ্খলা, তখন কার্যত নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিসকে।
বিশৃঙ্খলার জেরে জেলার জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা, ও বিগত দিনগুলোতে সরকারের খতিয়ান তুলে ধরার কাজ মাঝপথে বন্ধ রেখে মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য হন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় অভিযোগের অঙুল উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে মুখ্যমন্ত্রীর জনসভায় লোক ঢুকিয়ে কংগ্রেস সভা ভেস্তে দিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও, সব অভিযোগই খণ্ডন করেছেন মুর্শিদাবাদের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি পালটা প্রশ্ন তোলেন, সভার টাকা এলো কোথা থেকে? ১০০ দিনের কাজের টাকা মুখ্যমন্ত্রীর সভায় ব্যয় করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর জনসভার জন্য গত কয়েকদিন ধরেই তিনটি জেলা থকে লোক আনা হচ্ছিল। স্কুল-কলেজ ছুটি করে, প্রশাসনিক কার্যালয় খালি করে লোক আনা হলেও শুধুমাত্র অব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর কার্যত ভেস্তে গেল। এমনটাই মত রাজনৈতিক মহলের। সেইসঙ্গে প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও।
অন্যদিকে, পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। এই ইস্যুকে সামনে রেখেই নদিয়া জেলা সফরে গিয়ে আজ একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে নতুন কলেজ, হাসপাতাল, হার্ডওয়ার হাব, সড়ক সংস্কার, জল সরবরাহ ও  শিক্ষার উন্নয়ন সংক্রন্ত কর্মসূচি। পঞ্চায়েতের অধীনে যে সমস্ত এসএসকে এবং এমএসকে স্কুলগুলিকে স্কুল শিক্ষা দফতরের অধীনে আনা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতে সংখ্যালঘু ভোটব্যাঙ্কের সমর্থন আদায়ও যে তাঁর লক্ষ্য, মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে সেই প্রসঙ্গও। নদিয়ার প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়ে জেলা সফর শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন নদিয়ায় প্রশাসনিক কাজকর্মে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জেলায় বহু প্রকল্পের কাজ বন্ধ হয়ে রয়েছে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। প্রশাসনিক বৈঠকে আগামী ছমাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগর সার্কিট হাউসের মাঠে এদিন প্রশাসনিক বৈঠক করেন তিনি। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রেলমন্ত্রী মুকুল রায় সহ অন্যান্য মন্ত্রীরা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা ।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। একদিকে নিয়ম ভেঙে যথেচ্ছ ভাবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে প্রশাসনিক বৈঠকে কংগ্রেস এবং বাম সাংসদ, বিধায়কদের আহ্বান না জানানোয়, সৌজন্যবোধের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করে দলীয় কর্মসূচি করছেন মুখ্যমন্ত্রী।

.