তরুণীর শ্লীলতাহানি, গণপ্রহারে মৃত্যু অভিযুক্ত যুবকের

Updated By: Apr 20, 2016, 10:21 PM IST
তরুণীর শ্লীলতাহানি, গণপ্রহারে মৃত্যু অভিযুক্ত যুবকের

ওয়েব ডেস্ক:তরুণীর শ্লীলতাহানিতে বাধা দিতে গিয়ে ছুরিকাহত হলেন চার গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে হুগলির ধনেখালির চক সুলতানপুর আদিবাসী পাড়ায়। গণপ্রহারে মৃত্যু হয়েছে অভিযুক্ত যুবকেরও। নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

দিনটা মঙ্গলবার। রাত তখন প্রায় বারোটা। ধনেখালির চক সুলতানপুরের আদিবাসী পাড়ায় এক তরুণীর চিতকার শুনে ছুটে যান প্রতিবেশীরা।  দেখেন, এক যুবক তরুণীকে ধরে টানাটানি করছে। যুবকের হাতে ছিল ছুরি। তাকে বাধা দিতে গেলে, এলোপাথারি ছুরি চালাতে শুরু করে সে। আহত হন চার জন গ্রামবাসী।
চিতকার-চেচামেচিতে আরও লোকজন জড়ো হয়ে যায়। অভিযুক্ত যুবককে ধরে চলে বেধড়ক মারধর। ওই যুবক স্থানীয় কেউ নয় বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। সে কোথা থেকে এল, তার পরিচয় কি, জবাব নেই কোনও প্রশ্নের।

পুলিসের অনুমান, তরুণী বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে পড়ে যুবক। এরপরেই এই ঘটনা। তদন্ত শুরু করেছে ধনেখালি থানার পুলিস।

 

.