নিজের নাবালিকা মেয়েকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে
নিজের নাবালিকা মেয়েকে বিক্রি করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। এই ঘটনাটি ঝাড়খণ্ডের জামালপুরের নিমলা এলাকার। নিজেকে বাঁচাতে লছমি নামে ওই নাবালিকা পালিয়ে আশ্রয় নিয়েছে পুরুলিয়ার বরাবাজারের মাঝিরামডি গ্রামে এক আত্মীয়ার বাড়িতে।
ব্যুরো: নিজের নাবালিকা মেয়েকে বিক্রি করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। এই ঘটনাটি ঝাড়খণ্ডের জামালপুরের নিমলা এলাকার। নিজেকে বাঁচাতে লছমি নামে ওই নাবালিকা পালিয়ে আশ্রয় নিয়েছে পুরুলিয়ার বরাবাজারের মাঝিরামডি গ্রামে এক আত্মীয়ার বাড়িতে।
বয়স অল্প। চোখে রঙিন, বড় হওয়ার স্বপ্ন। তবে স্বপ্ন ভঙ্গ হল যখন সে জানতে পারল তাকে বিক্রির চেষ্টা চালাচ্ছেন তার মা। বিক্রির চেষ্টা চলছে পেশায় রাজমিস্ত্রি বছর পঞ্চাশের এক ব্যক্তির কাছে । নিজেকে বাঁচাতে মাসিকে খবর পাঠায় লছমি। অবশেষে তার সঙ্গেই ঝাড়খণ্ডের নিমলা এলাকা থেকে পুরুলিয়ার মাঝিরামডি গ্রামে পালিয়ে এল লছমি।
নাবালিকার অভিযোগ, পালিয়ে আসার পর থেকে তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। লছমির আত্মীয়রাও নিশ্চিত যে নাবালিকাকে বিক্রিরই পরিকল্পণা ছিল তার মায়ের।
লছমি আর ফিরে যেতে চায় না। এই গ্রামে থেকেই পড়াশুনা চালিয়ে যেতে চায়।