লন্ডন থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা এলেন এই 'অতিথি'
দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানায় পা রাখতে চলেছে একটি নতুন তুষার চিতা।
ওয়েব ডেস্ক: দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানায় পা রাখতে চলেছে একটি নতুন তুষার চিতা।
সংরক্ষণ প্রজননের জন্য লন্ডনের ডুডলে চিড়িয়াখানা থেকে আজ দমদম বিমানবন্দরে আনা হল বছর দুয়েকের তুষারচিতাটিকে। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌছয় নতুন এই অতিথি। এরপরই শীতাতপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্সে করে সে পাড়ি দেয় দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের চিড়িয়াখানায় আপাতত বিশ্রামেই রাখা হবে ক্ষুদে চিতাটিকে। এশিয়ায় একমাত্র পদ্মজা নাইডু চিড়িয়াখানাতেই রয়েছে তুষার চিতার প্রজনন কেন্দ্র। সেখানে এখন রয়েছে ৯টি স্ত্রী তুষারচিতা ও একটি মাত্র বয়স্ক পুরুষ তুষার চিতা। প্রজননের জন্য ফ্রান্স থেকে আরও একটি পুরুষ তুষার চিতা আনার পরিকল্পনা রয়েছে।