বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ
গাড়ি থামিয়ে ছিনতাইয়ের পরও পুলিসের হাত গুটিয়ে বসে থাকার অভিযোগে বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। আজ ভোরে বাঁকুড়া-পুরুলিয়া 60-A জাতীয় সড়কের উপর মাতলা জোড়ের কাছে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
গাড়ি থামিয়ে ছিনতাইয়ের পরও পুলিসের হাত গুটিয়ে বসে থাকার অভিযোগে বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। আজ ভোরে বাঁকুড়া-পুরুলিয়া 60-A জাতীয় সড়কের উপর মাতলা জোড়ের কাছে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। দুষ্কৃতীরা রাস্তায় ধারালো ফলা পেতে রাখলে তাতে চাকা ফেটে আটকে যায় একটি অর্কেস্ট্রা দলের গাড়ি। এরপরই যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে ছিনতাইবাজরা। অর্কেস্ট্রা দলের সদস্যদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল, ঘড়ি ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লুঠপাটের সময় কিছু দূরে পুলিসের মোবাইল ভ্যান থাকলেও নিরাপদেই পালিয়ে যায় ছিনতাইবাজরা। সকাল হতেই তাই পুলিসি নিষ্ক্রিয়তারঅভিযোগে 60-A জাতীয় সড়ক অবরোধ করেন বাসিন্দারা। পুলিস এবং অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ।