'কড়া ব্যবস্থা নেওয়া হবে', প্রতিশ্রুতি উত্তরবঙ্গ মেডিক্যালের সুপারের
কোনও ইউনিফর্ম নেই। আইডেন্টিটি কার্ড পর্যন্ত নেই। তবু সরকারি হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগের সঙ্গে জুড়ে আছেন এঁরা। সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে শিশুকে সরিয়ে ফেলা, একজনের সন্তান অন্যের বলে চালিয়ে দেওয়া, এমন অভিযোগ নতুন নয়। তবু হাল ফেরে না সরকারি হাসপাতালের।
ওয়েব ডেস্ক : কোনও ইউনিফর্ম নেই। আইডেন্টিটি কার্ড পর্যন্ত নেই। তবু সরকারি হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগের সঙ্গে জুড়ে আছেন এঁরা। সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে শিশুকে সরিয়ে ফেলা, একজনের সন্তান অন্যের বলে চালিয়ে দেওয়া, এমন অভিযোগ নতুন নয়। তবু হাল ফেরে না সরকারি হাসপাতালের।
আয়াদের ঠেকায় কার সাধ্য! যদিও সরকারি হাসপাতালের স্বাস্থ্যবিধি কিন্তু বলছে অন্য কথা। উত্তরবঙ্গ হাসপাতালে আয়াদের দৌরাত্ম্যের কথা জানার পর, কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেন হাসপাতাল সুপার মৈত্রেয়ী কর।
আরও পড়ুন, আয়ারাজ উত্তরবঙ্গ মেডিক্যালে, সদ্যোজাতের মুখ দেখার 'দক্ষিণা' ৫০০-৮০০ টাকা!