পুজোর মধ্যেই নোবেল চোর ধরতে আসরে সিআইডি
পুজোর মধ্যেই নোবেল চুরির তদন্তে নেমে পড়ল সিআইডি। আজ বিশ্বভারতী ঘুরে যায় তিন সদস্যদের প্রতিনিধি দল। বিশ্বভারতীর নিরাপত্তাকর্মীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। ২০০৪ এর ২৫ মার্চ বিশ্বভারতীর বিচিত্রভবন থেকে নোবেল চুরি হয়।
ওয়েব ডেস্ক: পুজোর মধ্যেই নোবেল চুরির তদন্তে নেমে পড়ল সিআইডি। আজ বিশ্বভারতী ঘুরে যায় তিন সদস্যদের প্রতিনিধি দল। বিশ্বভারতীর নিরাপত্তাকর্মীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। ২০০৪ এর ২৫ মার্চ বিশ্বভারতীর বিচিত্রভবন থেকে নোবেল চুরি হয়।
আরও পড়ুন- নোবেল খোঁজা নিয়ে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী, যা খুব ভালরাল হয়েছিল
৬ দিনের মাথায় তদন্তভার পায় CBI। ৬ বছর তদন্ত চালিয়ে হাত তুলে নেয় তারা। সিবিআই পরে এই কেস ক্লোজ করে দেয়। বারো বছর পর বিশ্বভারতীতে সিরিয়াল চুরির তদন্তে নেমে, নোবেল নিয়ে আশার আলো দেখছে রাজ্যের গোয়েন্দা বিভাগ। নোবেল সন্ধানে অগ্রগতি পেয়েছে বলে খবর।
২০১৫ সালের ডিসেম্বরে নোবেল চুরির তদন্তের দায়িত্ব চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্য। অভিযোগ, কেন্দ্রীয় সরকারের তরফে তার কোনও উত্তর দেওয়া হয়নি।