প্রতিবাদীকে চরম শাস্তি দিল চোলাই ব্যাবসায়ীরা

চোলাই মদ বিক্রির প্রতিবাদ করায় এক যুবকের জিভ কেটে নেওয়ার চেষ্টা হল। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার কাজীগ্রাম গ্রামপঞ্চায়েত এলাকায়। আক্রান্ত যুবক উদয় চৌধুরী কাজীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে  চিকিৎসাধীন। অভিযোগ,  বেআইনি ভাবে মদ বিক্রির প্রতিবাদ করলে ধারালো অস্ত্র নিয়ে ওই যুবকের ওপর চড়াও হয় ভাটিমালিক নিমাই চৌধুরী।     

Updated By: Aug 28, 2012, 09:30 PM IST

চোলাই মদ বিক্রির প্রতিবাদ করায় এক যুবকের জিভ কেটে নেওয়ার চেষ্টা হল। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার কাজীগ্রাম গ্রামপঞ্চায়েত এলাকায়। আক্রান্ত যুবক উদয় চৌধুরী কাজীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে  চিকিৎসাধীন। অভিযোগ,  বেআইনি ভাবে মদ বিক্রির প্রতিবাদ করলে ধারালো অস্ত্র নিয়ে ওই যুবকের ওপর চড়াও হয় ভাটিমালিক নিমাই চৌধুরী।     
ইংরেজবাজার থানার কাজীগ্রাম গ্রামপঞ্চায়েতের দুয়ারবাসিনী গ্রাম।  অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই গ্রামে চোলাই মদ বিক্রির ব্যবসায়ে নিমাই চৌধুরী নামে এক ব্যক্তি। গ্রামসভায় সিদ্ধান্তের ভিত্তিতে একাধিকবার চোলাই মদের ভাটি বন্ধ করতে বলা হলেও নিমাই চৌধুরী তাতে কান দেননি। সোমবার রাতে মদ বিক্রির প্রতিবাদ করেন ওই গ্রামেরই বাসিন্দা  উদয় চৌধুরী। অভিযোগ, এরপরই ধারালো অস্ত্র দিয়ে উদয়ের জিভ কেটে দেওয়ার চেষ্টা করেন নিমাই চোধুরী।
এই ঘনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। পুরো ঘটনাটি জানার পর পুলিসকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মেমারির বিডিও গোপাল চন্দ্র দাস। কাজীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিতসা চলছে আহত যুবকের। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্ত নিমাই চৌধুরী পলাতক।
 
 

.