অচৈতন্য অবস্থায় ছাত্রীর দেহ উদ্ধার
অচৈতন্য অবস্থায় বোলপুরের জামবনিতে উদ্ধার বিশ্বভারতীর এক ছাত্রী। গীতাঞ্জলি সিনেমা হলের পিছন থেকে সঞ্চিতা ঘোষ নামে ইংরেজি বিভাগের ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিস। আর এরপরই গোটা বিশ্বভারতীর চত্বরে শুরু হয় চাঞ্চল্য, ফের প্রশ্নের মুখে বিশ্বভারতীর নিরাপত্তা।
ওয়েব ডেস্ক: অচৈতন্য অবস্থায় বোলপুরের জামবনিতে উদ্ধার বিশ্বভারতীর এক ছাত্রী। গীতাঞ্জলি সিনেমা হলের পিছন থেকে সঞ্চিতা ঘোষ নামে ইংরেজি বিভাগের ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিস। আর এরপরই গোটা বিশ্বভারতীর চত্বরে শুরু হয় চাঞ্চল্য, ফের প্রশ্নের মুখে বিশ্বভারতীর নিরাপত্তা।
বিশ্বভারতীর ছাত্রী সঞ্চিতা শ্রীসদন হোস্টেলে থাকত। সকলের নজর এড়িয়ে রাতে কীভাবে সে হোস্টেলের বাইরে গেল, ধন্দে কর্তৃপক্ষ। ঘটনায় ফের বিশ্বভারতীর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই ঘটনা কতৃপক্ষের নজরে আসতেই নিরাপত্তা আটোসাটো করার ভাবনা চিন্তা করছে বিশ্বভারতী। আরও পড়ুন- শিশু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, মাটি খুঁড়ে উদ্ধার শিশুর মাথার খুলি