মালদহের থাপ্পড় নায়ক বুলেটের আত্মসমর্পণ, সাত দিনের জেল হেফাজত

ইংরেজবাজার থানায় আত্মসমর্পণ করলেন মালদহের থাপ্পড় কাণ্ডের নায়ক বুলেট। আদালতে তোলা হলে তাঁকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গত শুক্রবার কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে বিদ্যুত্‍ দফতরে হামলা চালান ওই তৃণমূল নেতা। বিদ্যুত্‍ দফতরের কর্মীদের মারধর করেন তিনি। এই খবর সম্প্রচারের পরেই বুলেটকে ছবছরের জন্য বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস।

Updated By: Dec 8, 2014, 05:29 PM IST
মালদহের থাপ্পড় নায়ক বুলেটের আত্মসমর্পণ, সাত দিনের জেল হেফাজত

ওয়েব ডেস্ক: ইংরেজবাজার থানায় আত্মসমর্পণ করলেন মালদহের থাপ্পড় কাণ্ডের নায়ক বুলেট। আদালতে তোলা হলে তাঁকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গত শুক্রবার কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে বিদ্যুত্‍ দফতরে হামলা চালান ওই তৃণমূল নেতা। বিদ্যুত্‍ দফতরের কর্মীদের মারধর করেন তিনি। এই খবর সম্প্রচারের পরেই বুলেটকে ছবছরের জন্য বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস।

শনিবার গ্রেফতার করা হয় বুলেটের দুই শাগরেদকে। কিন্তু, থাপ্পড়কাণ্ডের মূল অভিযুক্ত বুলেট অধরাই ছিলেন। আজ দলবল নিয়ে ইংরেজবাজার থানায় আত্মসমর্পণ করেন বুলেট। বুলেটের ভাল নাম বিশ্বজিত্‍ রায়। তৃণমূল জানিয়েছিল বুলেট যে কর্মসূচি নিয়েছিল, তা দলের কর্মসূচি ছিল না নয়৷

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, 'দলের পতাকা নিয়ে গুণ্ডাগিরি আগেও বরদাস্ত করিনি৷ এখনও করা হবে না৷ মালদহের ঘটনায় বিশ্বজিত্‍ যে অন্যায় করেছে, তার প্রমাণ টিভির ছবিতেই স্পষ্ট৷ ওকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হল৷'

.