হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে বাংলার ক্রীড়া জগতের তারকারা
নাট্যজগতের পর এবার ক্রীড়াজগত। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটপ্রচারে দেখা যাবে ক্রীড়াজগতের তারকাদের। হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামবেন দিব্যোন্দু বড়ুয়া, পি কে ব্যানার্জি, গৌতম সরকার, সোমা বিশ্বাস, আখতার আলি, গুরুবক্স সিংরা।
নাট্যজগতের পর এবার ক্রীড়াজগত। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটপ্রচারে দেখা যাবে ক্রীড়াজগতের তারকাদের। হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামবেন দিব্যোন্দু বড়ুয়া, পি কে ব্যানার্জি, গৌতম সরকার, সোমা বিশ্বাস, আখতার আলি, গুরুবক্স সিংরা।
আটমাস আগে হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেসময় দু একজন ফুটবলার ছাড়া ছাড়া পাশে ছিলনা কেউই।কিন্তু এবার অনেকটাই ভিন্ন ছবি। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে হাজির ক্রীড়াজগতের একঝাঁক তারকা।
তবে, যতটা প্রসবনের টানে তার থেকে বেশি মুখ্যমন্ত্রীর আহ্বানে।
এদিকে ভাইয়ের প্রশাংসায় পঞ্চমুখ দাদা।
এঁরা কেউই রাজনীতির মুখ নয়। কিন্তু, এদেরকেও এবার দেখা যাবে তৃণমূলের মিছিলে। ঠিক যেভাবে দিনকয়েক আগে অর্পিতা ঘোষ বালুরঘাট থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতেই সমর্থনে এগিয়ে এসেছিলেন নাট্যব্যক্তিত্বরা। সেতালিকার বামেদের পাশে থাকা সুবোধ সরকার কিংবা অরবিন্দ শীলরা।
নাট্যজগত কিংবা ক্রীড়াজগতই নয়। তৃণমূলের হয়ে কোমর বাঁধতে প্রস্তুত অভিনেতা-অভিনেত্রীদের একাংশও। ঘাটালের তৃণমূল প্রার্থী দেব কিংবা বাঁকুড়ায় মুনমুন সেনের হয়ে প্রচার করবেন জানিয়ে দিয়েছেন অনেকেই। সময় সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নামের তালিকা।
ভিন্ন ক্ষেত্রের এত তারকার সমাবেশ কেন তৃণমূলের প্রচারে? কারণ একটাই মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনেক বেশি এই তারকাদের মাঝে সময় কাটাতে ভালোবাসেন। চালু হয়েছে অসংখ্য পুরষ্কার। গত তিনবছরে শুধু ক্লাবগুলোর জন্যই খরচ করা হয়ে সত্ত্বর কোটি টাকা। এখানেই শেষ নয়। বিগ্রেডের সমাবেশ পাগলু ডান্সই হোক অথবা বক্তা মুখ্যমন্ত্রী ছাড়া সেটাও শুধুই তারকারা। তারই জেরে মুখ্যমন্ত্রী প্রার্থী তালিকা রীতিমতো তারকাখচিত। সবমিলিয়ে এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী থেকে প্রচার সব কিছুতেই নিজের দলের রাজনৈতিক নেতাদের থেকেও তারকার ওপরই বেশিআস্থা রাখতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে।