তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকে হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেওয়া হল
তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকে হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। গতকাল ব্রিগেডগামী বাসের ধাক্কায় ছয় নম্বর জাতীয় সড়কে মৃত্যু হয় এক পথচারীর। এর জেরে বেশ কিছুক্ষণ বাস আটকে থাকে। সে সময় ওই পথ ধরেই কলকাতার দিকে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, সিপিএম কর্মীদের বাস থেকে তাঁর উদ্দেশে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গতকাল রাতে বাগনান থানায় অভিযোগ দায়ের করেছেন দেউলটির তৃণমূল নেতা শ্রীকান্ত সরকার। প্রসঙ্গত, মাত্র কদিন আগেই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছিল। তৃণমূল সাংসদকে এসএমএস করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় একজনকে গ্রেফতারও করে পুলিশ।
ওয়েব ডেস্ক: তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকে হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। গতকাল ব্রিগেডগামী বাসের ধাক্কায় ছয় নম্বর জাতীয় সড়কে মৃত্যু হয় এক পথচারীর। এর জেরে বেশ কিছুক্ষণ বাস আটকে থাকে। সে সময় ওই পথ ধরেই কলকাতার দিকে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, সিপিএম কর্মীদের বাস থেকে তাঁর উদ্দেশে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গতকাল রাতে বাগনান থানায় অভিযোগ দায়ের করেছেন দেউলটির তৃণমূল নেতা শ্রীকান্ত সরকার। প্রসঙ্গত, মাত্র কদিন আগেই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছিল। তৃণমূল সাংসদকে এসএমএস করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় একজনকে গ্রেফতারও করে পুলিশ।