২০০৬ বাম সরকারের সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ: সুপ্রিম কোর্ট
পুজোর আগেই উত্সবের মেজাজে সিঙ্গুর। রায় দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। অধিগ্রহণ আইন মেনে টাটাকে জমি দেওয়া হয়নি। সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ। ২০০৬ বাম সরকারের জমি অধিগ্রহণ অবৈধ। ১২ সপ্তাহের মধ্যে জমি ফেরত দিতে হবে।
ওয়েব ডেস্ক: পুজোর আগেই উত্সবের মেজাজে সিঙ্গুর। রায় দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। অধিগ্রহণ আইন মেনে টাটাকে জমি দেওয়া হয়নি। সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ। ২০০৬ বাম সরকারের জমি অধিগ্রহণ অবৈধ। ১২ সপ্তাহের মধ্যে জমি ফেরত দিতে হবে।
প্রসঙ্গত, বিধানসভায় সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন আইন পাস করায় রাজ্য সরকার। টাটারা হাইকোর্টে গেলে সিঙ্গুর আইন সাংবিধানিক ও বৈধ বলে রায় দেয় সিঙ্গল বেঞ্চ। কিন্তু, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায় সিঙ্গল বেঞ্চের রায়।
২০১২ সালে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সিঙ্গুরের জমি নিয়ে তাদের পরিকল্পনা কী? শীর্ষ আদালতের প্রশ্নের উত্তরে টাটা মোটর্সের আইনজীবীরা বলেছিলেন, দ্বিতীয় পর্যায়ে ন্যানো কারখানা তাঁরা সিঙ্গুরে করতে চান। রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, এমন কোনও পরিকল্পনা টাটাদের নেই।
গত বছরের গোড়ায় সুপ্রিম কোর্টে শুনানির কথা থাকলেও টাটাদের আইনজীবীর আপত্তিতে তা পিছিয়ে যায়। রাজ্য সরকারের আইনজীবীরাও আপত্তি করেননি। মার্চে আবার শুনানির কথা থাকলেও তা হয়নি। মামলা-মোকদ্দমার গেরোয় কৃষকরা কিন্তু জমি ফেরত পাননি।