কৃষ্ণগঞ্জে ব্যবধান বাড়লেও শতাংশের বিচারে ভোট কমল তৃণমূলের

কৃষ্ণগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষিত হল। তৃণমূল কংগ্রেস জয়ী হলেও উল্লেখ্যযোগ্য বিষয় হল বামেদের টপকে দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি।

Updated By: Feb 16, 2015, 12:15 PM IST
কৃষ্ণগঞ্জে ব্যবধান বাড়লেও শতাংশের বিচারে ভোট কমল তৃণমূলের

ওয়েব ডেস্ক: কৃষ্ণগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষিত হল। তৃণমূল কংগ্রেস জয়ী হলেও উল্লেখ্যযোগ্য বিষয় হল বামেদের টপকে দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি।

২০১৫ বিধানসভা উপনির্বাচনের ফলাফল
তৃণমূল- ৯৫, ৪৬৯ (৪৭.৮৪%)
বিজেপি- ৫৮, ৪৩৬ (২৯.২৮%)
বামফ্রন্ট- ৩৭৬২০ (১৮.৮৫%)
কংগ্রেস- ৪৮১৭ (২.৪১%)
ফলাফল-তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিত্‍ বিশ্বাস জয়ী ৩৭ হাজার ৩৩ টি ভোটে
মন্তব্য-গত লোকসভা ভোটে ফলাফলের নিরিখে শতাংশের বিচারে তৃণমূলের ভোট কিছুটা কমলেও জয় সহজেই এল। বামেদের ভোটে ব্যাপক ধস। বিজেপি-র ভোট বাড়লেও দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হল। যদিও গত বিধানসভা ভোটের নিরিখে তৃণমূলের ব্যবধান বেড়েছে।

২০১৪ লোকসভা নির্বাচনে বিধানসভাভিত্তিক ফলাফলের নিরিখে এই আসনের ফলাফল ছিল-

তৃণমূল- ৯৭,৭৭৪ (৪৯.০৩%)
বামফ্রন্ট- ৬১,০৬৪ (৩০.৬২%)
বিজেপি- ২৯,০১২ (১৪.৫৫%)
কংগ্রেস- ৬,৭৬০ (৩.৩৯%)

২০১১ বিধানসভা নির্বাচনের ফলাফল

তৃণমূল- ৯৬,৫৫০ (৫২.১৭%)
বামফ্রন্ট- ৭৫,৬১৬ (৪০.৮৬%)
বিজেপি- ৫,৭১৮ (৩.০৯%)

 

.