মালদায় সিপিএমের ভয়ে তৃণমূল কর্মী ঘর ছাড়া
সরকার তৃণমূলের। আর সেই তৃণমূল করার অপরাধে বাড়ি ছাড়া মালদার বামনগোলার দাস পরিবার।
ওয়েব ডেস্ক: সরকার তৃণমূলের। আর সেই তৃণমূল করার অপরাধে বাড়ি ছাড়া মালদার বামনগোলার দাস পরিবার।
পুলিসের সাহায্য নিয়ে গ্রামে ফিরলেও এলাকার মাতব্বরদের লাঠির ঘা খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে সুকুমার দাস ও তাঁর ছেলেকে। সুকুমার দাসের অভিযোগ, বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে প্রচার করাতেই স্থানীয় সিপিএম নেতারা তাঁকে বাড়ি ছাড়া করেছে। দখল হয়ে গিয়েছে তাঁর চাষ জমি।
ভাঙড়ে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত সিপিএম কর্মী
বামনগোলা থানায় এ বিষয়ে অভিযোগও জানান তিনি। পরে পুলিসের সহযোগিতায় গ্রামে ফিরলে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি এই বিষয়ে। তবে, এই বিষয়ে যার পর নাই বিষ্মিত সংশ্লিষ্ট রাজনৈতিক মহল। কারণ, শাসক দলের কর্মীর সঙ্গে এই ধরণের ঘটনা পশ্চিমবঙ্গে নজিরবিহীন।