পৌষমেলা কেন বন্ধ করা হবে না? হলফনামা দাবী গ্রিন ট্রাইব্যুনালের
পৌষমেলা কেন বন্ধ করা হবে না? বিশ্বভারতী এবং শান্তিনিকেতন-শ্রীনিকেতন উন্নয়ন পর্ষদকে হলফনামা দিয়ে তা জানাতে বলল গ্রিন ট্রাইব্যুনাল। ১৬ই সেপ্টেম্বরের মধ্যে বিশ্বভারতীকে হলফনামা দিয়ে কারণ দর্শাতে হবে।
ওয়েব ডেস্ক: পৌষমেলা কেন বন্ধ করা হবে না? বিশ্বভারতী এবং শান্তিনিকেতন-শ্রীনিকেতন উন্নয়ন পর্ষদকে হলফনামা দিয়ে তা জানাতে বলল গ্রিন ট্রাইব্যুনাল। ১৬ই সেপ্টেম্বরের মধ্যে বিশ্বভারতীকে হলফনামা দিয়ে কারণ দর্শাতে হবে।
পৌষ মেলা তার মহত্ উদ্দেশ্য হারিয়ে এখন পুরোপুরি বাণিজ্যিক হয়ে গেছে। এই অভিযোগ এনে মামলা দায়ের করেন পরিবেশবিদ সুভাষ দত্ত। সুভাষ দত্তর অভিযোগ, মেলার কারণে এলাকায় ব্যাপক দূষণ হচ্ছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ তিন দিনের জন্য মেলার অনুমতি দেয়। কিন্তু তারপরেও বিশাল মেলা জুড়ে বিদ্যুত্ সরবরাহ করে বেশ কিছু জেনারেটর। ওই সব জেনারেটর থেকেই এলাকায় দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ করেন সুভাষ দত্ত।
আরও পড়ুন আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা
বিশ্বভারতী এবং SSDA কর্তৃপক্ষ মেলামাঠ পরিষ্কারের আগ্রহ দেখায় না বলেও অভিযোগ করেছেন তিনি। ওই মামলার প্রেক্ষিতেই বিশ্বভারতীর কাছে হলফনামা তলব করেছে গ্রিন ট্রাইব্যুনাল।