Air India Express recruitment 2019: একাধিক শূন্যপদে নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, বেতন ১১ লক্ষ টাকা পর্যন্ত
বিমানে চাকরি করতে চান তাহলে আপনার জন্য় সুখবর। ৪৩টি শূন্যপদে নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান সংস্থা। অফিসিয়াল ওয়েবসাইট- airindiaexpress.in-এ সম্প্রতি এই বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। মাসিক বেতন প্রায় ১১ লক্ষ টাকা।
![Air India Express recruitment 2019: একাধিক শূন্যপদে নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, বেতন ১১ লক্ষ টাকা পর্যন্ত Air India Express recruitment 2019: একাধিক শূন্যপদে নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, বেতন ১১ লক্ষ টাকা পর্যন্ত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/25/182906-ai-759.jpg)
নিজস্ব প্রতিবেন: বিমানে চাকরি করতে চান তাহলে আপনার জন্য় সুখবর। ৪৩টি শূন্যপদে নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান সংস্থা। অফিসিয়াল ওয়েবসাইট- airindiaexpress.in-এ সম্প্রতি এই বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। মাসিক বেতন প্রায় ১১ লক্ষ টাকা।
চাকরি সংক্রান্ত বিস্তারিত:
আরও পড়ুন: শতাধিক শূন্যপদে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার, বেতন ৫৭,০০০ পর্যন্ত
মোট শূন্য আসন: ৪৩টি
চিফ ম্যানেজার: ১
অফিসার অপারেশনস: ১২
রুট ম্যানেজার: ৪
প্রিসাইং অ্যানালিস্ট: ১
ডেপুটি ম্যানেজার (ফিনান্স): ৬
অফিসার (ফিনান্স): ৬
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৭
ডেপুটি ম্যানেজার: ১
অফিসার (HR): ১
অ্যাসিস্ট্যান্ট (HR): ১
ডেপুটি চিফ অফ ট্রেনিং গ্রেড: ১
সিনথেটিক ফ্লাইট ইনস্টাক্টর: ১
চাকরি এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর জানুন এখানে
শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা: এই সংক্রান্ত বিস্তারিত জানুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
বেতনক্রম: মাসিক বেতন প্রায় ১১ লক্ষ টাকা। বিস্তারিত জানতে নোটিফিকেশন দেখুন।
বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-এর মাধ্যমে পরীক্ষার্থী বাছাই করা হবে।
কীভাবে আবেদন করবেন: এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট airindiaexpress.in-এ গিয়ে আবেদন করুন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৭ এপ্রিল, ২০১৯।