আপনি কি গান গাইতে পারেন? তাহলে আপনাকে চাকরি দেবে ভারতীয় নৌ-সেনায়

ভারতীয় নৌবাহিনী ০২/২০১৯ ব্যাচে সেইলর্স পর্যায়ে কিছু গাইয়ে এবং বাজিয়ে নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার অবিবাহিত তরুণরা আবেদন করতে পারেন।

Updated By: May 4, 2019, 03:22 PM IST
আপনি কি গান গাইতে পারেন? তাহলে আপনাকে চাকরি দেবে ভারতীয় নৌ-সেনায়

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় নৌবাহিনী ০২/২০১৯ ব্যাচে সেইলর্স পর্যায়ে কিছু গাইয়ে এবং বাজিয়ে নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার অবিবাহিত তরুণরা আবেদন করতে পারেন।

যোগ্যতা: ম্যাট্রিকুলেশন/সমতুল পাশ, সঙ্গে গানের গলা বা মিউজিকের ওরাল অ্যাপ্টিটিউট, গান গাওয়া, টেম্পো ও পিচ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যাঁরা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে হিন্দুস্তানি বা ধ্রুপদী সঙ্গীত বাজান তাঁদের সেই সাঙ্গীতিক অভিজ্ঞতার সার্টিফিকেট দেখাতে হবে। 

আরও পড়ুন: আধাসামরিক বাহিনীতে যোগ দিতে চান? তাহলে জেনে নিন কী করবেন

বয়সসীমা: জন্মের সময় হতে হবে ১ অক্টোবর ১৯৯৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০০২ এর মধ্য়ে।

পারিশ্রমিক: ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ১৪৬০০টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে মূল বেতনক্রম ২১৭০০-৬৯১০০টাকা। সঙ্গে অন্যান্য ভাতা রয়েছে। 

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধা তালিকার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।। ফিজিক্যাল ফিটনেস টেস্টে ৭ মিনিট ১.৬ কিমি দৌড়াতে হবে, ২০ বার উঠবোস এবং ১০বার পুশ আপ। 

শারীরিক মাপজোক: উচ্চতা  ১৫৭ সেন্টিমিটার। বুকের ছাতি ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলাতে হবে। শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকতে হবে। পরিক্ষার সময় দাঁত ও কান পরিষ্কার করে যেতে হবে। শরীরে স্থায়ী ট্যাটুর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। তার বিস্তারিত ওয়েবসাইটে জানা যাবে। পরীক্ষাকেন্দ্র হবে মুম্বই, কোচি ও বিশাখাপত্তনমে। 

দৃষ্টিশক্তি: চশমা ছাড়া ভাল চোখে ৬/৬০ ও খারাপ চোখে ৬/৬০। চশমা-সহ ভাল চোখে ৬/৯ ও খারাপ চোখে ৬/২৪।

আবেদনের পদ্ধতি: https://www.joinindiannavy.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।বিস্তারিত জানুন ওয়েবসাইট থেকে।

.