স্মৃতির স্মৃতিতে 'মিহির-তুলসি'
সেসময় এই ধারাবাহিকে আদর্শ বৌমা ও শাশুড়ি উভয় চরিত্রেই দেখা গিয়েছিল স্মৃতি ইরানিকে।
নিজস্ব প্রতিবেদন : ১৮ বছর পূর্ণ করেছে একসময়ের হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'কিঁউকি সাস ভি কভি বহু থি'। আর এই ধারাবাহিকে সবথেকে জনপ্রিয় যে জুটি ছিল তা হল তুলসি-মিহির ভিরানি চরিত্রটি। এই গুজরাতি দম্পতির চরিত্রে সেসময় অভিনয় করেছিলেন রোহিত রায় ও স্মৃতি ইরানি। সেই জনপ্রিয় তুলসি অর্থাৎ স্মৃতি ইরানি আজ আর অভিনয় জগৎ থেকে অনেক দূরে। আজ তিনি কেন্দ্রীয় মন্ত্রী। তবুও সেদিনকার সেই 'অভিনেত্রী' স্মৃতির স্মৃতি আজও রয়ে গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর মনে। তাইতো 'কিঁউকি সাস ভি কভি বহু থি' ধারাবাহিকের ১৮ বছর পূর্তিতে আজ তিনি নস্টালজিক।
১৮ বছর আগে ২০০০ সালের ৩ জুলাই প্রথম সম্প্রচারিত হয় 'কিঁউকি সাস ভি কভি বহু থি' ধারাবাহিকটি। এটি চলেছিল দীর্ঘ ৮ বছর। ২০০৮ সালের ৬ নভেম্বর শেষ হয় ধারাবাহিকটি। মোট ১,৮৩৩টি পর্ব দেখানো হয়। আর হিন্দি ধারাবাহিকের শাশুড়ি-বৌমা নাটকের মধ্যে এটি ছিল অন্যতম। সেসময় এই ধারাবাহিকে আদর্শ বৌমা ও শাশুড়ি উভয় চরিত্রেই দেখা গিয়েছিল স্মৃতি ইরানিকে। বহু বছর পার হয়ে গেছে ধারাবাহিকটি শেষ হয়েছে। তবুও স্মৃতিরা বোধহয় স্মৃতিতেই থেকে যায়। তাই স্মৃতির পাতা থেকে সেদিনকার সেই অভিনেত্রী স্মৃতির অর্থাৎ তুলসির ছবি পোস্ট করেছেন বর্তমানের রাজনীতিবিদ স্মৃতি ইরানি। তুলসি আজ অতীত তুবুও স্মৃতির স্মৃতি তা আজও তাজা, টাটকা।
আরও পড়ুন-পর্দায় ফিরছে শাহরুখ-কাজল জুটি, সৌজন্যে করণ জোহর!
পুরনো তুলসি (স্মৃতি ইরানি) ছবি পোস্ট করেছেন তাঁর পুরনো বন্ধু একতা কাপুরও।
আরও পড়ুন-১৮ বছর পার, নস্টালজিক এই ধারাবাহিকের জনপ্রিয় জুটি 'করণ-নন্দিনী'