পানীয়ের বোতল নিয়ে বাড়িতে হাজির পরিচালক, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন আশিকির অনু
ফের লাইম লাইটে আসতে শুরু করেছেন অনু অগরওয়াল
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![পানীয়ের বোতল নিয়ে বাড়িতে হাজির পরিচালক, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন আশিকির অনু পানীয়ের বোতল নিয়ে বাড়িতে হাজির পরিচালক, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন আশিকির অনু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/06/259718-anu-in-asiqui.jpg)
নিজস্ব প্রতিবেদন : ব্লকবাস্টার আশিকির-পর বেশ কয়েকটি সিনেমায় তাঁকে দেখা গেলেও, বলিউডে সেভাবে আর পসার জমাতে দেখা যায়নি তাঁকে। ফলে বি টাউন থেকে ক্রমশ সরে যেতে শুরু করেন অনু অগরওয়াল। বেশ কয়েক বছর পর অনু অগরওয়াল যখন লাইম লাইটে আসতে শুরু করেছেন, সেই সময় একাধিক বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছেন তিনি।
আরও পড়ুন : প্রিয় সুশান্ত আর নেই, 'দিল বেচারা'-র ট্রেলার মুক্তির আগে চোখে জল ভক্তদের
এবার অনু অগরওয়াল মুখ খুললেন বলিউডের কাস্টিং কাউচ নিয়ে। অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অনু অগরওয়াল জানান, একবার ছবি গল্প শোনাতে গিয়ে এক পরিচালক তাঁর বাড়িতে চলে আসেন সন্ধের দিকে। শুধু তাই নয়, হাতে পানীয়ের বোতল নিয়ে ওই পরিচালক অনু অগরওয়ালের বাড়িতে চলে আসেন বলে দাবি করেন অভিনেত্রী।
আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর তদন্তভার দেওয়া হোক সিবিআইকে, প্রধানমন্ত্রী মোদীকে আর্জি ভক্তদের
ওই পরিচালক যখন পানীয়ের বোতল নিয়ে অনু অগরওয়ালের বাড়িতে হাজির হন, তখন অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি যেন সেখান থেকে চলে যান। ছবির গল্প শোনানোর নাম করে অভিনেত্রীর বাড়িতে পরিচালক কীভাবে পানীয়ের বোতল নিয়ে হাজির হন, তা ভেবেই সেদিন ওই ব্যক্তিকে সেখান থেকে বের করে দিয়েছিলেন বলে জানান অনু অগরওয়াল।