আবির এবার আগুন্তুকের সাত্যকির ভূমিকায়

বোঝেনা সে বোঝেনা, আবার শবর ছবিতে আশা জাগিয়েছে আবির-পায়েল জুটি। সেই জুটিকে নিয়েই এবার সত্যজিত্ রায়ের আগুন্তুক ছবি এগিয়ে নিয়ে যেতে চলেছেন পরিচালক অর্ক সিনহা। ছবির নাম আগুন্তুকের পরে।

Updated By: Apr 15, 2015, 05:01 PM IST
আবির এবার আগুন্তুকের সাত্যকির ভূমিকায়

ওয়েব ডেস্ক: বোঝেনা সে বোঝেনা, আবার শবর ছবিতে আশা জাগিয়েছে আবির-পায়েল জুটি। সেই জুটিকে নিয়েই এবার সত্যজিত্ রায়ের আগুন্তুক ছবি এগিয়ে নিয়ে যেতে চলেছেন পরিচালক অর্ক সিনহা। ছবির নাম আগুন্তুকের পরে।

১৯৯১ সালে মুক্তি পেয়েছিল সত্যজিত্ রায় পরিচালিত শেষ ছবি আগুন্তুক। ২৫ বছর পর সেই ছবিতে হাত দিলেন অর্ক। তবে এই ছবি কোনওভাবেই আগুন্তুকের রিমেক নয়। অর্ক জানালেন, "আগুন্তুক ছবিতে সাত্যকি ছিল সদ্য কিশোর। ২৩ বছর পর আজকের আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিবেশে সাত্যকি কী ভাবে? এই প্রশ্নটাই আমাকে ভাবিয়ে তুলতো। তবে আমার ছবির গল্পো একেবারেই ভিন্ন।"

আগুন্তুক ছবির চরিত্র মমতা শঙ্কর, ধৃতিমান চ্যাটার্জি, দীপঙ্কর দে থাকবেন আগুন্তুকের পরে ছবিতে। সাত্যকির ভূমিকায় অভিনয় করছেন আবির চ্যাটার্জি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, ত্রিধা চৌধুরী। সত্যজিত্‍ রায়ের আগুন্তিক ছবির গল্পো প্রেক্ষাপটে রেখেই আবর্তিত হবে নতুন ছবি। অর্কর ছবিতে থ্রিলারের উপাদান রয়েছে বলে জানিয়েছেন প্রযোজক রানা সরকার। তবে চিত্রনাট্য নিয়ে সন্দীপ রায়ের সঙ্গে দেখা করে অনুমতি জোগাড় করা এখনও বাকি রয়েছে পরিচালক-প্রযোজক জুটির।

অন্যদিকে সন্দীপ রায় জানান, "আগে দেখি ওরা কী করতে চায়। যদি বাবার ছবির সঙ্গে কোনও সম্পর্ক না থাকে তবে আমার কিছুই বলার নেই।"

 

.