রুদ্রনীলকে খুল্লমখুল্লা ‘ধান্দাবাজ’ বললেন ভাস্বর, কিন্তু কেন?
১৪ বছর আগের ঘটনা। ভোলেন নি টেলিপাড়ার জনপ্রিয় মুখ ভাস্বর চট্টোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন- ১৪ বছর আগের ঘটনা। ভোলেন নি টেলিপাড়ার জনপ্রিয় মুখ ভাস্বর চট্টোপাধ্যায়। রবিবার বিজেপি প্রার্থী হিসাবে ভবানীপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষের হারের পর ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁকে ‘ধান্দাবাজ’ বললেন ভাস্বর। টলিপাড়ায় শান্ত-ঠাণ্ডা, যুক্তিবাদী হিসাবেই ভাস্বর পরিচিত। তিনি হঠাৎ ক্ষেপে উঠলেন কেন?
কী হয়েছিল ১৪ বছর আগে?
ভাস্বর তাঁর পোস্টে লেখেন, ২০০৭ সালের ঘটনা। দেবাংশু সেনগুপ্তের পরিচালনায় মাত্র একটি টেলিফিল্মেই দুজনে কাজ করেছিলেন। তারপর একটা ইন্টারভিউয়ে ভাস্বরকে ‘মিচকে শয়তান’ বলেছিলেন রুদ্রনীল। কেন বলেছিলেন, তার কোনও ব্যাখ্যা তখনও দেন নি, পরে ভাস্বরকে ব্যক্তিগতভাবেও জানান নি। বিষয়টা মনের মধ্যে পুষে রেখেছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। রবিবার ভবানীপুর কেন্দ্রে বড় পরাজয়ের পর রুদ্রনীল তাঁর ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন। তাতে ভবানীপুরের মানুষের উদ্দেশে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন। সব রাজনৈতিক দলের ভোটার, কর্মী ও সমর্থকদের তিনি ভালবাসা জানিয়েছেন। তিনি আরও লিখেছেন, ‘এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে। যে কেউ হারুন বা জিতুন, নতুন সরকারে যেন ফের দুর্নীতি না জেতে সেটাই কাম্য।‘
২১শের ভোট যুদ্ধ শেষ। মানুষের রায়ে আশাতীত সাফল্যে প্রথম স্থানে তৃণমূল এবং দ্বিতীয় স্থানে বিজেপি। সিপিএম ও কংগ্রেস শূন্য।...
Posted by Rudranil Ghosh on Sunday, 2 May 2021
এই পোস্টের পরপরই ভাস্বরের পোস্ট, য়েখানে তিনি লেখেন, ‘রুদ্র, আমি মিচকে শয়তান হতে পারি, কিন্তু তোর মত ধান্দাবাজ নই। তুই ভালো অভিনেতা। কিন্তু জানিস তো, অভিনেতা বা নেতা যাই হোস না কেন, আগে ভালো মানুষ হতে হয়।’
আরও পড়ুন: ‘বিশ্ব রগড়ানি দিবস’ ঘোষণা হোক, পরমব্রতর টুইট খোঁচা
ভাস্বরের পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকেরা। তাঁরা অধিকাংশই ভাস্বরের পাশে দাঁড়িয়েছেন। রুদ্রনীলের দিকে তির্যক মন্তব্যও কিছু কম করেন নি নেটনাগরিকরা।