মোহনার ঠোঁটে গাঢ় চুম্বন, ভাইরাল জিতের ছবি
শুভশ্রী থেকে শ্রাবন্তী প্রত্যেকে শুভেচ্ছা জানাতে শুরু করেন জিতকে
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![মোহনার ঠোঁটে গাঢ় চুম্বন, ভাইরাল জিতের ছবি মোহনার ঠোঁটে গাঢ় চুম্বন, ভাইরাল জিতের ছবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/26/236436-jeet-pda.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিবাহবার্ষিকীতে স্ত্রীকে আলতো চুম্বন। সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই শুরু হয়ে যায় জোর শোরগোল। তবে মাঝে মধ্যে 'পিডিএ মোমেন্ট' খুব জরুরি হয়ে ওঠে। এমনই মন্তব্য করেন জিত। অর্থাত বিয়ের বর্ষ পূর্তিতে স্ত্রী মোহনার সঙ্গে এমনই আদর মাখানো ছবি শেয়ার করলেন টলিউড অভিনেতা।
আরও পড়ুন : 'হিন্দু টেররিস্ট' মন্তব্য, হুসেন হায়দরিকে বাদ না দিলে বয়কটের ডাক করণের 'তখত'-কে
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন জিত। যেখানে স্ত্রীর মোহনার ঠোঁটে চুম্বন করতে দেখা য়ায় টলিউডের এই প্রথম সারির অভিনেতাকে। জিত-মোহনার সেই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনেই আসতেই অভিনেতার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বিবাহবার্ষিকীতেই মোহনার সঙ্গে এমন ছবি শেয়ার করেছেন বলে জানান জিত।
দেখুন সেই ছবি...
টলিউড অভিনেতার সেই ছবি প্রকাশ্যে আসতেই তাঁর ভক্তদের পাশাপাশি টলিউডের অভিনেতা, অভিনেত্রীরাও শুভেচ্ছা জানাতে শুরু করেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শ্রাবন্তী, আবীর, রুক্মিনী মৈত্র, প্রত্যেকেই শুভেচ্ছা জানাতে শুরু করেন জিত-মোহনাকে।