১০ দিনে ১০০ কোটি ছুঁই ছুঁই
বিতর্ক যত বেড়েছে, বক্স অফিসে সাফল্যও যেন ততই বেড়েছে। দিন যত এগোচ্ছে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ক্রমশ এগিয়ে যাচ্ছে ১০০ কোটির ক্লাবে। ১০ দিনেই ভারতের বাজারে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' আয় করেছে ৯৭.১৫ কোটি টাকা। ভারতের বাইরেও এই সিনেমার ব্যবসা বেশ রকম ভালো। দেশের বাইরে এই সিনেমা এখনও পর্যন্ত আয় করেছে ১০.২ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৬৮.০৭ কোটি টাকা। সিনেমার এই সাফল্যে খুশি পরিচালক করণ। উচ্ছ্বসিত অনুষ্কা থেকে রণবীর কাপুর, সবাই।
![১০ দিনে ১০০ কোটি ছুঁই ছুঁই ১০ দিনে ১০০ কোটি ছুঁই ছুঁই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/07/69851-adhm.jpg)
ওয়েব ডেস্ক: বিতর্ক যত বেড়েছে, বক্স অফিসে সাফল্যও যেন ততই বেড়েছে। দিন যত এগোচ্ছে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ক্রমশ এগিয়ে যাচ্ছে ১০০ কোটির ক্লাবে। ১০ দিনেই ভারতের বাজারে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' আয় করেছে ৯৭.১৫ কোটি টাকা। ভারতের বাইরেও এই সিনেমার ব্যবসা বেশ রকম ভালো। দেশের বাইরে এই সিনেমা এখনও পর্যন্ত আয় করেছে ১০.২ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৬৮.০৭ কোটি টাকা। সিনেমার এই সাফল্যে খুশি পরিচালক করণ। উচ্ছ্বসিত অনুষ্কা থেকে রণবীর কাপুর, সবাই।