অ্যাম্বুলেন্সে বন্ধ করে হাসপাতালে নেওয়া হল কণিকা কাপুরকে, ভাইরাল ভিডিয়ো
ভাইরাল হয়ে যায় কণিকা কাপুরের ভিডিয়ো
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![অ্যাম্বুলেন্সে বন্ধ করে হাসপাতালে নেওয়া হল কণিকা কাপুরকে, ভাইরাল ভিডিয়ো অ্যাম্বুলেন্সে বন্ধ করে হাসপাতালে নেওয়া হল কণিকা কাপুরকে, ভাইরাল ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/20/240346-knika-corona-hospital.jpg)
নিজস্ব প্রতিবেদন : করোনায় আক্রান্ত হওয়ার পর এবার হাসপাতালে ভর্তি করা হল কণিকা কাপুরকে। বলিউড গায়িকার কোভিড ১৯ পরীক্ষার পরই তাঁকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয় লখনউ হাসপাতালে। শুক্রবার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন : হাই প্রোফাইল পার্টিতে হাজিরা, করোনা সংক্রমিত হয়ে কার কার সংস্পর্শে আসেন কণিকা!
দেখুন ভিডিয়ো...
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কণিকা কাপুরকে। বলিউডের বেবি ডল গায়িকা অ্যাম্বুলেন্সে ওঠার পরপরই তার দরজা বন্ধ করে দেওয়া হয়।
১০ দিন আগে লন্ডন থেকে লখনউতে ফেরেন কণিকা কাপুর। এরপর লখনউয়ের মহানগর এলাকায় তাঁর বাড়িতে ওঠেন তিনি। লখনউয়ে ফেরার পর পরপর দুটি হাই প্রোফাইল পার্টিতে হাজির হন কণিকা। যেখানে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিচারপতিসহ প্রশাসনের একাধিক কর্তা হাজির হন। ওই দুটি পার্টির পরই করোনার পরীক্ষা করান গায়িকা। কণিকার করোনা আক্রান্ত হওয়ার পর এবার জল্পনা ছড়াতে শুরু করেছে, গায়িকা কার কার সংস্পর্শে এসেছেন। আপাতত তাঁদের খোঁজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফে।