Alia Bhatt: আলিয়াকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে রণবীর, রবিবারই মা হতে চলেছেন নায়িকা?
Alia Bhatt: রবিবার ৬ নভেম্বর মা হতে পারেন অভিনেত্রী। শোনা যাচ্ছে যে, নরম্যাল ডেলিভারিই করতে চান আলিয়া নিজে।
Alia Bhatt, Ranbir Kapoor, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুভ সময় আসন্ন। খুব শীঘ্রই বাড়িতে নয়া অতিথিকে অভ্যর্থনা জানাবেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। রবিবার সাত সকালে তড়িঘড়ি আলিয়াকে নিয়ে হাসপাতালে যান রণবীর। সেখান থেকেই অনুমান করা হচ্ছে, রবিবারই প্রথম সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া। বিশেষ সূত্রের কবর দুপুর ১টা নাগাদ সুসংবাদ সকলের সঙ্গে শেয়ার করতে পারেন তারকা দম্পতি। যদিও পরিবারের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। মুম্বইয়ের এইচ এন রিল্যায়ান্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।
রবিবার ৬ নভেম্বর মা হতে পারেন অভিনেত্রী। শোনা যাচ্ছে যে, নরম্যাল ডেলিভারিই করতে চান আলিয়া নিজে। সেই কারণে নিয়মিত যোগব্যায়াম ও শরীরচর্চাও করেছেন তিনি। সন্তান প্রসবে যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই কারণেই বিশেষ কিছু ব্যবস্থাও নিয়েছেন আলিয়া। আলিয়াকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন মা সোনি রাজদান ও শাশুড়ি নীতু কাপুর।
আরও পড়ুন- Kangana Ranaut: অসমে কঙ্গনা, দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে...
কিছুদিন আগেই জানা যায়, ২০ নভেম্বর এইচ এন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দেবেন আলিয়া ভাট। শোনা যায়, বাড়িতে ইতিমধ্যেই সন্তানের জন্য একটি ঘর সাজিয়ে ফেলেছেন রণবীর-আলিয়া। প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল মুম্বইয়ের বান্দ্রার বাড়ি 'বাস্তু'তে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েছিলেন 'লাভবার্ড' রণবীর-আলিয়া জুটি। বিয়ের ২ মাস ঘুরতে না ঘুরতেই সুখবর দেন তারকা জুটি। কিন্তু খবর সামনে আসার পর থেকেই কানাঘুষো শোনা যায় খোদ বলিউডের অন্দরে। এরপর তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন নায়িকা, এই জন্যই বাড়িতে কাছের মানুষদের নিয়েই বিয়ে সারেন তারকা দম্পতি, এমনকী অন্যান্য বলিউডি কাপলদের মতো রিসেপশনের পার্টিও দেননি তাঁরা।
আরও পড়ুন- TV Serial: ‘দুটো বউ বা দুটো বর ছাড়া কি সিরিয়াল হয় না?’, ‘ধূলোকণা’ বন্ধের ডাক নেটপাড়ায়
সম্প্রতি এনিয়ে প্রশ্নের মুখোমুখি হন আলিয়ার দিদি শাহিন ভাট। শাহিন বলেন, ‘আলিয়ার বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। কারণ এটা আলিয়ার জীবন। ও কী করবে সেটা ওর ব্যাপার। একটা কথা ঠিক যে, সবাইকে খুশি করে চলা যায় না। সবসময়ই নেগেটিভ কমেন্ট আসবে। পাবলিকের নজরে চলতে চলতে এটা আমরা শিখে গেছি, কোনটা গুরুত্ব দেওয়া উচিত আর কোনটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। এই বছরটা আমাদের জন্য খুবই ভালো। পুরো পরিবার আনন্দে আছে, আগামীর কথাই ভাবতে চাই।’