আর 'বধূ' হওয়া হল না প্রত্যুষার!
চলে গেল "বালিকা বধূ"র "আনন্দী"। আজ নিজের বাসভবনেই আত্মহত্যা করে সে। পরে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অভিনয় জগত।
![আর 'বধূ' হওয়া হল না প্রত্যুষার! আর 'বধূ' হওয়া হল না প্রত্যুষার!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/01/52564-anandi-read.jpg)
ওয়েব ডেস্ক : চলে গেল "বালিকা বধূ"র "আনন্দী"। আজ নিজের বাসভবনেই আত্মহত্যা করে সে। পরে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অভিনয় জগত।
জনপ্রিয় সিরিয়াল বালিকা বধূ-তে প্রথম আত্মপ্রকাশ প্রত্যুষা। মিষ্টি বউয়ের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন সবার। পরবর্তীতে অংশ নেন বিগ বস-এও। সম্প্রতি তাকে দেখা যায় "সসুরাল সিমার কি"-তে।
জানা গেছে, সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে অবসাদে ভুগছিল প্রত্যুষা। ঘনিষ্ঠ বন্ধু সূত্রে পাওয়া খবর, দুজনের অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। বিয়ের পরিকল্পনাও ছিল। কিন্তু সম্প্রতি মনোমালিন্য চলছিল বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের সঙ্গে। এরপর আজ সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রত্যুষা।