বিয়ের পরেও ধর্ম অপরিবর্তিত রাখবেন করিনা

শর্মিলার বিয়ের লেহেঙ্গা চোলিতে সাজলেও তাঁর পদাঙ্ক অনুসরণ করবেন না করিনা কাপুর। নবাব মনসুর আলি খান পাতৌদিকে বিয়ে করার আগে ধর্মান্তরিত হয়ে শর্মিলা ঠাকুর হয়ে যান আয়েষা বেগম। এমন কী ছোটে নবাবের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংও ধর্মান্তরিত হন। তবে কাপুর কন্যাকে বৈবাহিক যোগে ধর্মান্তকরণের পথে হাঁটাতে নারাজ সইফ।

Updated By: Jun 28, 2012, 04:28 PM IST

শর্মিলার বিয়ের লেহেঙ্গা চোলিতে সাজলেও তাঁর পদাঙ্ক অনুসরণ করবেন না করিনা কাপুর।
নবাব মনসুর আলি খান পাতৌদিকে বিয়ে করার আগে ধর্মান্তরিত হয়ে শর্মিলা ঠাকুর হয়ে যান আয়েষা বেগম। এমন কী ছোটে নবাবের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংও ধর্মান্তরিত হন। তবে কাপুর কন্যাকে বৈবাহিক যোগে ধর্মান্তকরণের পথে হাঁটাতে নারাজ সইফ। বরং বিয়ের আগে ভিন্ন ধর্মের বিয়ের ক্ষেত্রে ধর্মান্তকরণের বিপক্ষেই কথা বলছেন ছোটে নবাব। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি একেবারেই চাই না ও (করিনা) ধর্ম পরিবর্তন করুক। ধর্ম নিয়ে এই এক সমস্যা... ধর্মান্তকরণ প্রত্যাশা করে। এতে আমি বিশ্বাস করি না। আমি যতদূর জানি সরকারও এ বিষয়ে `বিশেষ বিবাহ আইনের` বিধি রেখেছে। যদি এবং যখন আমরা বিয়ে করব তখন কারোরই ধর্ম পরিবর্তনের কোনও প্রয়োজন হবে না।"
এবছরেরই ১৬ অক্টোবর বিয়ে করতে চলেছেন ছোটে নবান সইফ আলি খান ও বলিউডের `শেহজাদি` করিনা কাপুর। গুঞ্জন, `হবু-সাস` শর্মিলা ঠাকুরের বিবাহ পরিধান পরেই বিয়ে করবেন করিনা। শুধু তাই নয়, শ্বাশুড়ির পোশাককে মাপ ও ডিজাইনে অপরিবর্তিত রাখছেন বেবো। অন্যদিকে, তাঁর `বেস্ট ফ্রেন্ড` ডিজাইনার মনীশ মালহোত্রার `ব্রাইডাল আউটফিট`ও কনের সাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে খবর।
এছাড়াও, রাজকোটের এক স্বর্ণকারের চল্লিশ লাখি হারেও সাজছেন কনে করিনা।
এই মুহূর্তে সইফিনা ব্যস্ত তাঁদের হাতের সব শ্যুটিং শেষ করতে। তবে `ওয়েডিং প্ল্যান`নিয়ে সম্পর্কে কোনও মন্তব্য পাওয়া যাচ্ছে না এদের কারোর থেকেই।

.